January 31, 2018 | 9:06 am
স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম থেকে
জাতীয় দলের হয়ে অধিনায়কত্বের শুরুটা হাসি দিয়েই হলো মাহমুদউল্লাহর। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে টসে জিতেছেন মাহমুদউল্লাহ, অনুমিতভাবেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।
ব্যাট করতে নেমে শুরু থেকেই ওয়ানডের মেজাজে খেলতে থাকেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। দলীয় ৭২ রানে দিলরুয়ান পেরেরার বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ৫২ রানে সাজঘরে ফিরে যান তামিম। ৫৩ বলে ৫২ রান করা ইনিংসটি খেলেছেন শুরু থেকেই মারমুখী হয়ে, ইনিংস সাজিয়েছেন ৬ চার ও ১ ছক্কায়।
তিন স্পিনার নিয়ে নামতে পারে বাংলাদেশ, সেটা অনুমান করা যাচ্ছিল আগেই। শেষ পর্যন্ত তা-ই হয়েছে, দলে একমাত্র পেসার মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের ৮৭তম ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক হয়েছে সানজামুল ইসলামের। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকের পর আবারও দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাশ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, দীনেশ চান্ডিমাল (অধিনায়ক) , নিরোশান ডিকভেলা, রোশেন সিলভা, দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ, সুরঙ্গা লাকমল, লাক্সমান সান্দাকান, লাহিরু কুমারা।
সারাবাংলা/ এএম/ এসএন