বিজ্ঞাপন

মাশরাফিকে নিয়ে ভক্তদের গান

May 30, 2019 | 12:41 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

মাশরাফি বিন মর্তুজা শুধু বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কই নন, তিনি এক অনুপ্রেরণারও নাম। তাকে নিয়ে সমর্থকদের ভালোবাসা আর শ্রদ্ধাও অশেষ। দল হারুক বা জিতুক মাশরাফি ১৬ কোটি বাংলাদেশির কাছে নায়ক। আর মাশরাফিও সমর্থক-ভক্তদের শ্রদ্ধা-ভালোবাসার দাম দিয়ে যাচ্ছেন সবসময়।

বিজ্ঞাপন

শুরু হচ্ছে বিশ্বকাপ। আর তাই বিশ্বকাপ উন্মাদনার মধ্যে মাশরাফিকে নিয়ে তার কয়েকজন ভক্ত নতুন এক উদ্যোগ নিয়েছে। তারা মাশরাফিকে নিয়ে তৈরি করেছে একটি গান।

বাংলাদেশের অলিতে গলিতে রাস্তার মোড়ে মোড়ে
লাল সবুজের জার্সিটা তোমার পতাকার মতো ওড়ে।

এরকম কথায় সাজানো হয়েছে গানটি। এর কথা লেখার পাশাপাশি সুরারোপ করেছেন কবীর হোসাইন। কণ্ঠ দিয়েছেন সোহাগ রহমত। শারমিন জাহান অর্পি’র পরিচালনায় নির্মিত গানটির মিউজিক ভিডিও ৩০ মে থেকে দর্শক শ্রোতারা উপভোগ করতে পারবেন ‘দাদাবাংলা ডট কম’ এর অফিসিয়াল ফেসবুক পেজে।

বিজ্ঞাপন

গানটি প্রসঙ্গে সংশ্লিষ্টরা বলেন, ‘গানের পঙক্তিতে পঙক্তিতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে প্রিয় অধিনায়কের প্রতি আমাদের এবং বাংলার সর্বস্তরের মানুষের অকৃত্রিম ভালোবাসা, মাশরাফির সংগ্রাম, ঘুরে দাঁড়ানো এবং অনুপ্রেরণার চিত্র। পাশাপাশি মাশরাফির দেশপ্রেমের অনুভূতিকেও স্পর্শ করার চেষ্টা করা হয়েছে গানে।’

মাশরাফিরা ক্রিকেট বিশ্বকাপ ২০১৯- এ অংশ নিতে এখন ইংল্যান্ডে। মাশরাফি বাহিনীর জন্য আমাদের শুভকামনা।

সারাবাংলা/পিএ/পিএম

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন