বিজ্ঞাপন

বিএনপি এখন আরও ঐক্যবদ্ধ: খন্দকার মোশাররফ

June 1, 2019 | 6:24 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: স্বৈরাচারী সরকার বিএনপিতে অন্তঃকোন্দল ও দুর্বলতার বিষয়ে যে অপপ্রচার চালাচ্ছে সেটা সত্য নয়। প্রকৃতপক্ষে বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে অন্যান্য সময়ের থেকে আরও বেশি ঐক্যবদ্ধ রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘বিএনপি আগের থেকেও এখন অনেক বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী। জনগণকে সঙ্গে নিয়ে খালেদা জিয়াকে মুক্ত করার মাধ্যমেই সেটা প্রমাণ করা হবে।’

বিজ্ঞাপন

শনিবার (১ জুন) জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয় দল আয়োজিত ‘বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশী জাতীয়তাবাদ’ শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গণতন্ত্র আওয়ামী লীগের বাক্সে বন্দি হয়ে আছে মন্তব্য করে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আজ দেশ কঠিন সংকটে রয়েছে। এখানে কথা বলার অধিকার নেই, স্বাধীন মত প্রকাশের অধিকার নেই। আজ দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে, ব্যাংকগুলো সব দেউলিয়া, কৃষকেরা কষ্টে আছে। দেশকে এই অবস্থা থেকে উত্তোরণ ঘটাতে খালেদা জিয়াকে মুক্ত করে আনা ছাড়া বিকল্প নেই।’

খালেদা জিয়াকে মুক্ত করতে আইনি লড়াই করে লাভ নেই মন্তব্য করে তিনি বলেন, ‘জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিএনপি দেশের জনগণের মধ্যে কতোটা জনপ্রিয় এটা বুঝতে পেরেই আওয়ামী লীগ ও গোয়েন্দা সংস্থাগুলো আতঙ্কিত হয়েছিল। তাই এরা ৩০ ডিসেম্বরের নির্বাচন, ২৯ তারিখ রাতেই করে ফেলেছে।’

বিজ্ঞাপন

মানবিক কারণ বিবেচনায় খালেদা জিয়াকে ঈদের আগে মুক্ত করে দেওয়া উচিত মন্তব্য করে তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ যা চেয়েছিলো সেটাতে তারা সফল তারা হয়েছে। খালেদা জিয়াকে আটকে রেখে ভোট ডাকাতির মাধ্যমে দেশকে কুক্ষিগত করেছে। এখন উচিত মানবিক কারণে হলেও অসুস্থ খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি দেওয়া। যদি তা না দেওয়া তবে বিক্ষুব্ধ জনগণ এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাবে।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, বিএনপির যুগ্ন মহাসচিব খাইরুল কবির খোকন, কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম, জাতীয়তাবাদী তাঁতী দলের যুগ্ন আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মোহাম্মদ রহমতুল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ফরিদউদ্দিন আহমেদ, বাংলাদেশের জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, স্বাধীনতা ফোরামের সহসভাপতি ইশতিয়াক আহমেদ বাবুল, ছাত্রদলের সহসভাপতি মাছুম বিল্লাহসহ অন্যরা।

সারাবাংলা/ওএম/এমও

বিজ্ঞাপন

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন