বিজ্ঞাপন

সদরঘাট থেকে ৪৩ রুটে লঞ্চ চলাচল বন্ধ

June 2, 2019 | 12:19 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সদরঘাট থেকে ৪৩ রুটের নৌ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ ( বিআইডব্লিউটিএ ) । রোববার ( ২ জুন) সকাল সাড়ে ১০টা থেকে ঢাকার সঙ্গে ৪৩ টি রুটের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিএ এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক আবু জাফর হাওলাদার এ তথ্য জানান।

আরও পড়ুন: দিনের শুরুতেই ট্রেনের শিডিউল বিপর্যয়

আবু জাফর হাওলাদার বলেন, আগেই সিদ্ধান্ত ছিল  দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে নৌ যান চলাচল বন্ধ রাখা হবে।  আজ  সকাল থেকে ঝড়-বৃষ্টির শুরু হয়েছে। এছাড়া আবহাওয়া অধিদফতর নদী বন্দরে ২ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যতে বলায় আপাতত নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন: ভোরের বিমান ছাড়বে বিকেল ৩টায়, ক্ষোভে টার্মিনাল ভাঙচুর

তিনি আরও জানান, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের ৪৩  নৌ রুটে যান লঞ্চ চলাচল  বন্ধ থাকবে । বিরূপ আবহাওয়ার মধ্যে দুর্ঘটনা এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পাটুরিয়া ফেরীঘাটে ৮ টি ফেরী আটকে গেছে বলে সূত্র জানিয়েছে। এদিকে নৌ চলাচল সাময়িক বন্ধের কারণে ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘুরমখী মানুষেরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/ এসএ/জেডএফ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন