বিজ্ঞাপন

ঈদের দিন ছোট পর্দায় আছে সব রকমের আয়োজন

June 4, 2019 | 6:07 pm

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

ঈদুল ফিতরে দর্শকদের বাড়তি আনন্দ দেওয়ার জন্য ছোট পর্দা সেজেছে বাড়তি আয়োজনে। সিনেমা, নাটক, ধারাবাহিক, ম্যাগাজিন অনুষ্ঠান এবং শিশুদের জন্য আয়োজন থাকছে ছোট পর্দায়। চলছে ক্রিকেট বিশ্বকাপ ২০১৯। খেলা দেখার পাশাপাশি দর্শকরা অন্যান্য অনুষ্ঠান প্রধান চ্যানেলগুলোতে দেখতে পাবেন বিভিন্ন আয়োজন।

বিজ্ঞাপন

ঈদ আয়োজনে বড় সময়জুড়ে প্রচার হয় সিনেমা। দর্শকরাও আগ্রহ নিয়ে দেখেন ছবিগুলো। যারা প্রেক্ষাগৃহে ছবি দেখতে পারেননি, তাদের জন্য আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে বিভিন্ন চ্যানেলে প্রচার হওয়া ছবিগুলো।

দীপ্ত টিভিতে সকাল থেকেই থাকছে সিনেমা। চ্যানেলটিতে সকাল ১০টায় প্রচার হবে বাংলা সিনেমা ‘পুড়ে যায় মন’ এতে অভিনয় করেছেন পরীমনি ও সাইমন সাদিক। একই চ্যানেলে দুপুর ২টা ৩০মিনিটে প্রচার হবে বাংলা সিনেমা ‘আমার প্রানের প্রিয়া’। এতে অভিনয় করেছেন শাকিব খান, বিদ্যা সিনহা মীম। ১০টা ৫ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে ‘ওয়ার্নিং’। সাফি উদ্দিন সাফি পরিচালিত ছবিতে অভিনয় করেছেন আরেফিন শুভ, মাহিয়া মাহি, রুবেল, মিশা সওদাগর। মাছরাঙা টেলিভিশনে সকাল ৯টা ৩০ মিনিটে প্রচার হবে ‘আমার প্রাণের স্বামী’।

একদিকে প্রেক্ষাগৃহে যখন প্রদর্শন হচ্ছে শাকিব খান প্রযোজিত নতুন ছবি ‘পাসওয়ার্ড’ তখন টিভিতে দর্শকরা দেখতে পাবেন শাকিব খান প্রযোজিত প্রথম সিনেমা ‘হিরো-দ্য সুপারস্টার’। এটিএন বাংলায় সকাল ১০টা ২০মিনিটে প্রচার হবে ছবিটি। শাকিব খান, অপু বিশ্বাস এবং ববি অভিনীত ছবিটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। একই চ্যানেলে ঈদের দিন বেলা ৩টায় টিভি প্রিমিয়ার হবে ‘পাগল মানুষ’ সিনেমার।

বিজ্ঞাপন

খণ্ড, টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক নিয়ে চ্যানেলগুলোর রয়েছে ব্যপক আয়োজন। দীপ্ত টিভিতে সন্ধ্যা ৬টায় আছে আইজু দ্যা ভাই। এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, উর্মিলা শ্রাবন্তী কর, কাজী উজ্জল, আনোয়ার, ইমা। সন্ধ্যা ৭টায় প্রচার হবে ৫ পর্বের ধারাবাহিক নাটক ‘মার ঘুরিয়ে’। নিলয়, শিপন মিত্র, তাসনুভা তিশা, মারজুক রাসেল অভিনয় করেছেন এ নাটকে। রাত ৮টা ৩০ মিনিটে অপূর্ব, মম, এফ এস নাঈম অভিনীত ‘মন বাসর’ নাটক প্রচার হবে। আর রাত ১০টা ৩০মিনিটে প্রচার হবে ৫ পর্বের ধারাবাহিক ‘একটি বিড়াল বিড়ম্বনা’। এতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, ঊর্মিলা, হিল্লোল, নওশীন, ইমতু।

এনটিভিতে ঈদের দিন সকাল থেকেই থাকছে নাটক। সকাল ৯টায় প্রচার হবে নাটক ‘ক্লিক ক্লিক’। শাফায়েত মনসুর রানার পরিচালনায় এতে অভিনয় করেছেন সুমাইয়া শিমু, স্বাধীন খসরু, হোমায়রা হিমু, লিটু আনাম, হাসান মাসুদ। দুপর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘এক হৃদয়হীনা’। শিহাব শাহীনের পরিচালনায় এতে অভিনয় করেছেন অপূর্ব, অর্ষা, আলিফ, সাবেরী আলম। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক ‘রং চা’, ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘সৌদি গোলাপ’, রাত ৮টা ৫ মিনিটে খণ্ড নাটক ‘আমার হাতটা একটু ধরো’, ৯টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘মতলব’, ১১টা ১০ মিনিটে প্রচার হবে ‘ভাই, পারলে মাফ করবেন’।

বিজ্ঞাপন

আর’টিভিতে বেলা ১টা ২০ মিনিটে প্রচার হবে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘তিনি এবং তাহারা’, ৫টা ৫ মিনিটে একক নাটক ‘শ্যাডো’। সন্ধ্যা ৬টায় ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘মিস্টার অজুহাত’, ৭টা ১০ মিনিটে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘ধামাকা অফার’, ৭টা ৫০ মিনিটে মোশাররফ উৎসবের নাটক ‘মনটা খারাপ’, ৮টা ৩৫ মিনিটে একক নাটক ‘মামুন মামা’, ৯টা ৪০ মিনিটে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘তালমিছরি? না হাওয়াই মিঠাই!’, ১০ টায় একক নাটক ‘শেষের অপেক্ষায়’, ১১টা ৫ মিনিটে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘ডিম পাড়ে হাঁসে খায় বাগডাশে’, ১১টা ৩০ মিনিটে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘চলো দিগন্তে’, ১১ টা ৫০ মিনিটে টেলিফিল্ম ‘আনোয়ার দ্য প্রোডাকশন বয়’ প্রচার হবে।

এটিএন বাংলায় সন্ধ্যা থেকে শুরু হচ্ছে নাটকের আয়োজন। সন্ধ্যা ৬টায় বিশেষ নাটক ‘তুমি আমারই’, ৭টা ৩০মিনিটে ১০ পর্বের ধারাবাহিক নাটক ‘গল্পটি শেষ হয়নি’, ৮টায় ৭ পর্বের নাটক ‘স্বামী স্ত্রীর টক্কর’, ৮টা ৩০মিনিটে বিশেষ নাটক ‘ভুল ভাঙ্গাতে ভুল করা’, ৯টা ৩০মিনিটে ১০ পর্বের ধারাবাহিক নাটক ‘প্রেমের দুষ্টচক্র’, ১১টা ৩০মিনিটে বিশেষ টেলিফিল্ম ‘বাও বাতাস’ প্রচার হবে।

বিজ্ঞাপন

এসবের বাইরেও সব চ্যানেল ভিন্ন কিছু আয়োজন করার চেষ্টা করেছে। ঈদের দিন দীপ্ত টিভিতে সন্ধ্যা ৭টা ৩০মিনিটে প্রচার হবে বিদেশি ধারাবাহিক সুলতান সুলেমান, এটিএন বাংলায় ৯টা ৩০মিনিটে চিত্রনায়িকা মৌসুমীর সঞ্চালনায় রান্না বিষয়ক অনুষ্ঠান ‘মৌসুমী’স কিচেন’, এটিএন বাংলায় ২টা ২০মিনিটে সেলিব্রেটি শো ‘স্টার ক্যানভাস’ (মাহিয়া মাহি), এনটিভি ৯টা ৫ মিনিটে নৃত্যানুষ্ঠান ‘ডান্স ডান্স’ প্রচার হবে।

শিশুদের জন্য অনুষ্ঠানের সংখ্যা কম হলেও ঈদের দিন এনটিভিতে প্রচার হবে একটি অনুষ্ঠান। বিকাল ৫টা ১৫ মিনিটে শিশুতোষ ম্যাগাজিন ‘আকাশ ভরা তারা’ প্রচার হবে।

সারাবাংরা/পিএ/এএসজি

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন