বিজ্ঞাপন

যে হলে দেখবেন ঈদের পছন্দের সিনেমা

June 4, 2019 | 6:07 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাচ্ছে তিনটি সিনেমা। যার মধ্যে রয়েছে শাকিব খান অভিনীত দুটি চলচ্চিত্র। দর্শকদের ভিন্ন রকমের স্বাদ দেয়ার জন্য রয়েছে তারিক আনাম খান এবং অর্চিতা স্পর্শীয়া জুটির ছবি ‘আবার বসন্ত’। রাজধানীসহ সারা দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ছবিগুলো।

বিজ্ঞাপন

বরাবরের মতো এবারের ঈদেও সবচেয়ে বেশি হলে প্রদর্শিত হবে শাকিব খান অভিনীত সিনেমা। শাকিব-বুবলী জুটির ছবি ‘পাসওয়ার্ড’ ছবিটি দেশের ১৮০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে। রাজধানীর বাইরের বড় হলগুলোই শুধু নয়, বেশিরভাগ হল এই ছবির দখলে।

রাজধানীর স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেমা, মধুমিতা, শাহিন হল, চিত্রামহল, এশিয়া হল, পুনম, রাজমনি, মুক্তি, বিজিবি হলগুলোতে প্রদর্শিত হবে ‘পাসওয়ার্ড’। রাজধানীর বাইরে গীত, মুন, কিশোরগঞ্জের বাবু টকিজ, সাতক্ষীরার সংগীতা, মুক্তাগাছার মুন, বংশীপুরের লক্ষী সিনেমায় দেখা যাবে ছবিটি।

শাকিব-ববি জুটির সিনেমা ‘নোলক’ ঈদে চলবে দেশের ৮০টি প্রেক্ষাগৃহে। যার মধ্যে স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, অভিসার, জোনাকী, আনন্দ, পূরবী, সেনা (ঢাকা) হলগুলোতে ছবিটি দেখতে পাবেন রাজধানীবাসী। সেনা (ময়মনসিংহ), সেনা (সাভার), বগুড়া, সিনেমা প্যালেস (চট্টগ্রাম), বর্ষা (জয়দেবপুর), মতিমহল (ডেমরা), দুলাল (ফেনী) হলে দেখা যাবে ছবিটি।

বিজ্ঞাপন

অন্যদিকে ৭টি হলে প্রদর্শিত হবে ‘আবার বসন্ত ছবিটি’। যার মধ্যে রাজধানীর হলই বেশি। রাজধানীর বলাকা সিনেমা, বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্স, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে দেখা যাবে ছবিটি। সাভারের সেনা অডিটোরিয়াম, ময়মনসিংহের পূরবী সিনেমা এবং চট্টগ্রামের সিলভার স্ক্রিনেও ছবিটি প্রদর্শিত হবে।

সব মিলিয়ে দেশের ২৬৭টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে এবারের ঈদের তিনটি সিনেমা।

সারাবাংলা/পিএ /এএসজি

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন