বিজ্ঞাপন

১৩ বছর বয়সীর ৬৭ ছক্কায় অপরাজিত ১০৪৫ রান

January 31, 2018 | 6:32 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

ভারতের বয়সভিত্তিক ক্রিকেটে মুম্বাইয়ে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে ক্রিকেটাররা। দুই বছর আগে প্রণব ধানওয়াড়ে নামের মুম্বাইয়ের এক স্কুল ক্রিকেটার একাই অপরাজিত ১০০৯ রান করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন। এবার তাকে ছাড়িয়ে গেলেন মুম্বাইয়ের আরেক স্কুল ক্রিকেটার। তনিস্ক গাবাতে নামের ১৩ বছর বয়সী এ ক্রিকেটার ৫১৫ বলে খেলে করেছেন অপরাজিত ১০৪৫ রান।

গাবাতের ইনিংসে ছিল ৬৭টি ছক্কার মার। আর বাউন্ডারি মেরেছের ১৪৯টি। অর্থাৎ ৯৯৮ রানই এসেছে তার কেবল বাউন্ডারি আর ওভার বাউন্ডারি থেকে।

এর আগেও বড় স্কোর করেছিলেন গাবাতে। আরেক ম্যাচে ৩১৬ রানে অপরাজিত ছিলেন।

বিজ্ঞাপন

মুম্বাইয়ের পার্শ্ববর্তী কোপার কাহিরান এলাকায় অনূর্ধ্ব-১৪ নবী মুম্বাই শিল্ড আমন্ত্রণী স্কুল ক্রিকেট টুর্নামেন্টের মেসি ফাইনালে গাবাতে ব্যাট হাতে ওপেনিংয়ে নামেন। প্রায় দুই দিন ব্যাট করেন তিনি। নিজের শহরের অন্য একটি স্কুলের বিপক্ষে ব্যাট করেন গাবাতে। ম্যাচটির লেগসাইটের বাউন্ডারি ছিল উইকেট থেকে ৬৫ গজ দূরে এবং অফের দিকের বাউন্ডারি ছিল ৫০ গজ দূরে।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন