বিজ্ঞাপন

‘মুমিনুলের কিছু প্রমাণের ছিল, তা সে করেছে’

January 31, 2018 | 7:02 pm

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম থেকে

বিজ্ঞাপন

যেটা করেছেন, সেটার সবচেয়ে ভালো ব্যাখ্যা তিনিই দিতে পারতেন। মুমিনুল হক কেন অমন মুঠো পাকিয়ে হাত ছুঁড়লেন বাতাসে, স্বভাববিপরীতভাবে কেন খোলস থেকে বেরিয়ে অমন আগ্রাসী হয়ে গেলেন, সেটার কারণও তিনিই বলতে পারতেন। তবে তিনি না আসায় সংবাদ সম্মেলনে তামিম ইকবালের কাছেই তা জানতে চাওয়া হলো। তামিম অবশ্য বিস্তারিত ব্যাখ্যায় গেলেন না। শুধু বললেন, মুমিনুল কেন তা করেছেন তা তিনি জানেন।

সেঞ্চুরির পর মুমিনুল যখন অমন উচ্ছ্বাসে ভেসে গেছেন, ড্রেসিংরুম থেকে তামিমরা তাকে ভাসিয়েছেন করতালিতে। দিন শেষে ১৭৫ রানে অপরাজিত আছেন, হাতছানি দিচ্ছে ডাবল সেঞ্চুরি। দিন শেষে তামিমই তাকে পরিয়ে দিলেন বরমাল্য, ‘আমার কাছে মনে হয় মুমিনুলের ইনিংসটা ছিলো মুগ্ধ করার মতো। প্রথমেই সে আক্রমণাত্মক ছিলো এবং সেভাবেই পুরো ইনিংস খেলে গেছে। যখন সে একশ করে তখন তার স্ট্রাইকরেট ছিলো ১০৩!’

তামিম অবশ্য মুমিনুলের ইনিংসটা বিশেষ কিছু মনে করছেন আরও একটা কারণে, ‘যে জিনিসটা আমাদের জন্য এই উইকেটে গুরুত্বপূর্ণ ছিলো; আমরা জানতাম এখানে ব্যাটিং করা সহজ হবে, বিশেষ করে প্রথম দিনে ও ওর উইকেটটা নষ্ট করেনি। অনেক সময় দেখা যায় ব্যাটিং উইকেটে বেশি উত্তেজিত হয়ে ঝুঁকিপূর্ণ শট খেলে অনেকে আউট হয়ে যায়। সে সেটা করেনি। সে জানতো ওর উইকেটটা খুব গুরুত্বপূর্ণ। একটা বড় জুটি গড়া আমাদের জন্য খুব দরকার ছিল।’

বিজ্ঞাপন

শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক থিলান সামারাবীরাও মুমিনুলের কথা বলে গেছেন আলাদা করে, ‘সে তো দারুণ ব্যাট করেছে। স্পিনটা সে খুব ভালো খেলেছে। আর আগের চেয়েও সে আজ অনেক বেশি আক্রমণাত্মক ছিল। এর আগে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে সে খেলেছে। তবে ফ্ল্যাট উইকেটে সে আজ সুবিধাটা কাজে লাগিয়েছে ভালোমতোই। নিজের পা জোড়ার দারুণ ব্যবহার করেছে।’

কিন্তু এসবই তো দেখা গেছে খালি চোখে, উদযাপনের ‘গোমর’ তো তাতে ফাঁস হলো না। তামিম অবশ্য এটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যায় গেলেন না, ‘এটাই বললাম। মুমিনুলের কিছু প্রমাণের ছিল এবং সেটা সে করেছে। আমার কাছেও দেখে ভালো লাগছে। আমি জানি কেনো সে এটা করেছে।’

এক বছর আগেই এই শ্রীলঙ্কার সঙ্গে প্রথম টেস্টের পরেই ছুঁড়ে ফেলা হয়েছিল মুমিনুলকে। এরপর অস্ট্রেলিয়া সিরিজের দলেও শুরুতে তাকে রাখা হয়নি, পরে একরকম জনদাবির মুখেই তাকে ফেরানো হয় দলে। কোচ চন্ডিকা হাথুরুসিংহেই তখন তা চাননি, সেটা একরকম ‘ওপেন সিক্রেট’। সেই হাথুরু এবার শ্রীলঙ্কার কোচ, মুমিনুল সবকিছুর জবাব দিলেন মাঠেই। সেজন্যই কি আজ অমন আনন্দে ভেসে গেলেন? তামিমের শেষ কথাটাই কি তা বলে দিচ্ছে না!

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন