বিজ্ঞাপন

আরও স্পিন আশা করেছিলেন তামিম

January 31, 2018 | 7:31 pm

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম থেকে

বিজ্ঞাপন

প্রথম দিন শেষে চট্টগ্রামের উইকেট কি খানিকটা বিস্ময় উপহার দিল? ম্যাচের আগের দিন থেকেই সাগরিকার বাতাসে ভাসছিল, উইকেটে শুরু থেকেই স্পিন ধরতে পারে। বাংলাদেশও তিন স্পিনার নিয়ে নেমে তার আভাস দিয়েছিল। তবে প্রথম দিনের উইকেটে অন্তত তার কোনো আভাস নেই। নিখাদ ব্যাটিং স্বর্গে সবচেয়ে ভালোভাবে কাজে লাগিয়েছেন মুমিনুল হক-মুশফিকরাই।

সংবাদ সম্মেলনে এসে তামিমও স্বীকার করলেন, আরও স্পিন আশা করেছিলেন, ‘প্রত্যাশা ছিল আরো বেশি স্পিন হবে। কিন্তু আমরা আগে ব্যাটিং করছি, সুতরাং এ নিয়ে আমাদের অভিযোগ নেই।’

তবে এটা পুরোপুরি ব্যাটিং উইকেট মানতে রাজি নন তামিম। সংবাদ সম্মেলনে এনিয়ে প্রশ্ন উঠলে ‘এটা তো আপনাদের ধারণা, আমি এরকম কিছু বলিনি’ জানিয়ে ব্যাপারটা উড়িয়েও দিয়েছেন। বরং জোর দিয়েই বললেন, ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে এই উইকেটে রান করাটা কঠিন হয়ে যাবে।

বিজ্ঞাপন

‘আমরা যতো বেশি রান করতে পারি, আমার মনে হয় কাল থেকে রান করা কঠিন হবে। আমরা এখন শক্ত অবস্থানে আছি। এখান থেকে আমাদের আরো রান করতে হবে। যতোই ফ্ল্যাট উইকেটে খেলেন না কেনো, বড় রান সব সময়ই কঠিন অন্য দলের জন্য। সুতরাং আমাদের জন্য এটাই নিশ্চিত করতে হবে।’

কিন্তু এই উইকেটে বাংলাদেশ কত রান করতে চাইবে? তামিম নির্দিষ্ট করে তা বললেন না। পরে অবশ্য শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলান সামারাবীরা এসে জানিয়ে গেলেন, বাংলাদেশকে তারা ৫০০র নিচে আটকে ফেলতে চাইবেন। তামিম অবশ্য আশার ফানুসটা উড়িয়ে দিচ্ছেন আরও অনেকদূর।

‘আমার কাছে মনে হয়, আমরা এমন পজিশনে আছি, যেখান থেকে অনেক রান করা সম্ভব। আমরা এমন অবস্থানে থাকি না। আমরা খুব ভালো একটা রেটে রান করেছি। কালও আমাদের দারুণ শুরু করতে হবে। আমরা যদি সেটা করতে পারি, যারা ড্রেসিংরুমে আছে, তারাও যদি অবদান রাখে আমরা তাহলে বড় রান করতে পারি। আমি এটাই আশা করছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন