বিজ্ঞাপন

‘প্রস্তাবিত বাজেটে শেয়ার বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ করবে’

June 13, 2019 | 10:15 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট শেয়ারবাজারে ভালো প্রভাব রাখবে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কে এ এম মাজেদুর রহমান। তিনি বলেন, ‘এবারের বাজেট শেয়ার বিনিয়োগকারী উদ্যোক্তাদের প্রত্যাশা পূরণ করবে।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান কার্যালয়ে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের এমডি মাজেদুর রহমান বলেন, ‘এবারের প্রস্তাবিত বাজেট শেয়ার বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণে বিভিন্ন প্রণোদনার ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি ভালো ভূমিকা রাখবে। এবার করসীমা বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে, যা আগে ছিল ২৫ হাজার টাকা। কিন্তু আমাদের দাবি ছিল ১ লাখ টাকা পর্যন্ত করসীমা মুক্ত রাখার। তবে গতবারের চেয়ে এবার করসীমা বাড়িয়েছে তাতেই আমরা আগামীর জন্য আরও বেশি আশ্বানিত।’

তিনি আরও বলেন, ‘আগে শেয়ার বিনিয়োগকারীরা ২৫ হাজার টাকা পর্যন্ত তার অর্জিত লভ্যাংশের উপর কোনো কর দেওয়া লাগতো না। এবার সেটি বাড়িয়ে ৫০ হাজার টাকা করেছে। এতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবে। যারা অল্প অল্প লভ্যাংশ অর্জন করে। তারা বেশ উপকৃত হবে এবং শেয়ার বিনিয়োগকারী উদ্যোক্তাদের আশান্বিত করবে এ প্রস্তাবিত বাজেট।’ সেই সঙ্গে জিডিপি অনুযায়ী এমন বড় বাজেট উপযুক্ত বলেই মনে করেন তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচ/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
চবি ছাত্রকে মারধরের পর হলের ছাদ থেকে ফেলা চেষ্টার অভিযোগহিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদফতরের ৪ নির্দেশনাঢাকার পয়ঃবর্জ্য-গ্যাস লাইন পরীক্ষায় কমিটি গঠনের নির্দেশরানা প্লাজা ধস: ভুক্তভোগীদের পুনর্বাসন ও মামলা নিষ্পত্তির দাবিগরমে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনা সৃষ্টির প্রতিশ্রুতি ডিএমপিরকল্পনা চাকমা অপহরণ মামলা ২৮ বছর পর খারিজব্যাংক একীভূতকরণের নামে ঋণ খেলাপিদের দায়মুক্তি দেওয়া হচ্ছেন্যাপ বাস্তবায়নের জন্য চাই রাজনৈতিক সদিচ্ছা ও আইনি ভিত্তিকাদেরকে নিয়ে মন্তব্য, যাত্রী কল্যাণের মহাসচিবের বিরুদ্ধে জিডিজাহাজেই ফিরবেন ২৩ নাবিক, চলছে কয়লা খালাস সব খবর...