June 14, 2019 | 2:06 am
স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরে কনটেইনারবাহী ক্রেনের ধাক্কায় এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জুন) রাত সাড়ে ১০ টার দিকে চট্টগ্রাম বন্দরের ৬ নম্বর ইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত লোকমান হোসেন চট্টগ্রাম বন্দরে কর্মরত এবং তার বাড়ি চাঁদপুর জেলায়।
চট্টগ্রাম বন্দরের পরিচালক (নিরাপত্তা) লে.কর্ণেল তানভীর আহমেদ সারাবাংলাকে বলেন, বন্দরের ৬ নম্বরের ইয়ার্ডে জাহাজ থেকে কনেটইনার নিয়ে আসা ক্রেনের ধাক্কায় লোকমান ঘটনাস্থলে নিহত হয়েছেন।
দুর্ঘটনার বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বন্দরের এই কর্মকর্তা।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক সারাবাংলাকে বলেন, জাহাজ থেকে কনটেইনার পরিবহনের সময় লোহার ক্রেনের একটি খণ্ডিত অংশ পড়ে লোকমান নিহত হয়েছেন। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সারাবাংলা/আরডি/টিএস