বিজ্ঞাপন

প্রকল্পের চতুর্থ কিস্তি পর্যন্ত অর্থ পরিচালকের হাতে থাকবে

June 14, 2019 | 10:28 am

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতি ত্বরান্বিত করতে অর্থছাড় প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী প্রকল্পের চতুর্থ কিস্তি পর্যন্ত অর্থ ব্যবহারের ক্ষমতা প্রকল্প পরিচালকের হাতে থাকবে। এর আগে, প্রথম ও দ্বিতীয় কিস্তির অর্থ ব্যবহারের ক্ষমতা ছিল প্রকল্প পরিচালকের হাতে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপনের সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ প্রস্তাব রাখেন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পে অর্থছাড় প্রক্রিয়া আগের তুলনায় সহজ করা হয়েছে। চলতি অর্থবছরে অনুমোদিত সরকারি প্রকল্পের চতুর্থ কিস্তি পর্যন্ত অর্থ ব্যবহারের ক্ষমতা পরিচালকের হাতে দেওয়া হয়েছে। এতে অর্থছাড় করতে এর আগে যে এক থেকে দুই মাস সময় প্রয়োজন হতো, তা বেঁচে যাবে। এর ফলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতি ত্বরান্বিত হবে।

এর আগে, কোনো উন্নয়ন প্রকল্পের জন্য সরকারি তহবিলের অর্থ চার কিস্তিতে ছাড় করা হতো। তবে গত বছর ২০১৮-১৯ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রস্তাব করেন, প্রকল্পের প্রথম ও দ্বিতীয় কিস্তির অর্থ পাওয়ার জন্য কোনো ধরনের ছাড়ের প্রয়োজন হবে না। অর্থাৎ, প্রকল্প পরিচালকরা জুলাই মাসের প্রথম দিন থেকেই প্রকল্পের অর্থ ব্যবহার করতে পারবেন। প্রথম কিস্তির অর্থ ব্যবহারের পর দ্বিতীয় কিস্তির অর্থও তারা সরাসরি ব্যবহার করতে পারবেন।

বিজ্ঞাপন

এবারের বাজেটে প্রথমবারের মতো অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়া আ হ ম মুস্তফা কামাল প্রকল্পের চার কিস্তি পর্যন্ত অর্থ ব্যবহারের সুযোগ রাখলেন প্রকল্প পরিচালকদের জন্য। ফলে অর্থছাড়ের জন্য আগে যে দুই থেকে তিন মাস সময় লাগত, সেই সময়টুকু বেঁচে যাবে। এতে আগের চেয়ে দ্রুত গতিতে প্রকল্প বাস্তবায়ন হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন-

যেভাবে রাজস্ব বাড়াবেন অর্থমন্ত্রী

বিজ্ঞাপন

পুঁজিবাজারের জন্য বিশেষ প্রণোদনা

৮ দশমিক ২০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য

মূল্যস্ফীতিতে লাগাম টানতে চায় সরকার

বার্ষিক টার্নওভার ৫০ লাখ হলে ভ্যাট লাগবে না

বিজ্ঞাপন

করপোরেট করের হার অপরিবর্তিত রাখা হয়েছে

এবারও বাজেটে করমুক্ত আয়সীমা আড়াই লাখ টাকা

ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

আইসিটি খাতে বরাদ্দ প্রস্তাব ১ হাজার ৯৩০ কোটি টাকা

প্রকল্পের চতুর্থ কিস্তি পর্যন্ত অর্থ পরিচালকের হাতে থাকবে

পোশাকখাতে বাড়তি প্রণোদনা ২ হাজার ৮২৫ কোটি টাকা

পরিবহনে গুরুত্ব দিয়ে ২ লাখ ২ হাজার ৭২১ কোটি টাকার এডিপি

‘প্রস্তাবিত বাজেটে শেয়ার বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ করবে’

সারাবাংলা/টিআর

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন