বিজ্ঞাপন

‘মৌখিক পরীক্ষা হলে ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন’

June 15, 2019 | 5:15 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ২০০ মেডিকেল অফিসার নিয়োগ পদের অনিয়ম দুর্নীতি, স্বজনপ্রীতি নিয়ে করা অভিযোগের তদন্ত হতে হবে। সে তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশিত হতে হবে। তদন্ত প্রতিবেদন প্রকাশিত হবার আগে কোনো মৌখিক পরীক্ষা হতে পারবে না। যদি হয় তাহলে তখন এক দফা আন্দোলন হবে। আর সেই আন্দোলন হবে ভিসিবিরোধী বা ভিসির পদত্যাগের দাবিতে। তবে সেটা আমরা করতে চাই না।’

বিজ্ঞাপন

শনিবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও চিকিৎসকদের একাংশ এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্দেশে শিক্ষকরা বলেন, ‘আমরা অনিয়মের তদন্ত চাচ্ছি। উচ্চ আদালতে এ সংক্রান্ত রিট করা হয়েছে। আদালত থেকে রায় আসুক, তারপর পরীক্ষা নিন। তখন আমরা কিছু বলবো না। কিন্তু এসব অনিয়মের তদন্ত হতে হবে। এত বিতর্কিত পরীক্ষার মৌখিক পরীক্ষা নেবেন না, এই পরীক্ষা স্থগিত রাখা হোক।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আস্থার জায়গা রাখেননি উল্লেখ করে তারা বলেন, ‘এ মেডিক্যাল অফিসার পরীক্ষায় অন্তত ৮টি সুস্পষ্ট এবং নজিরবিহীন অনিয়ম হয়েছে। সে বিষয়ে ভুক্তভোগীরা উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একাধিকবার মৌখিক ও লিখিত অভিযোগ করেছেন। কিন্তু উপাচার্য নিজের স্বার্থরক্ষা এবং স্বজনদের অবৈধভাবে নিয়োগ দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা বলে মিথ্যা এবং বানোয়াট নাটক উপস্থাপন করেছেন। তারা এই বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করেছেন, নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছেন।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ১৩ জুন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় মৌখিক পরীক্ষা চলবে বলে সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট। তবে গত ১১ জুন চাকরিপ্রত্যাশী চিকিৎসকদের বিক্ষোভের মুখে মৌখিক পরীক্ষা আপাতত স্থগিত রাখা হবে জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

সেসব বিষয়ে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও চিকিৎসকরা বলেন, ‘গত ১১ জুন রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং চিকিৎসক হয়েও আন্দোলনকারীরা পুলিশের হাতে মার খেয়েছেন। আবার সেদিন রাতে তাদের বিরুদ্ধেই মামলা হয়েছে। আমরা এ মামলায় জামিন নেব না, কোনো আইনজীবীও ধরবো না। যদি এ মিথ্যা মামলায় কারাগারে যেতে হয় তাই যাবো।’

সংবাদ সম্মেলনে নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাংগঠনিক সম্পাদক ডা. আহসান হাবীব হেলাল তাদের বেশ কয়েকটি দাবির কথা উল্লেখ করেন। সেগুলো হচ্ছে- মৌখিক পরীক্ষা স্থগিত রাখা, আন্দোলনকারীদের বিরুদ্ধে হওয়া মামলার নিঃশর্ত প্রত্যাহার, একইসঙ্গে ঘটনায় জড়িত পুলিশ ও আনসার সদস্যদের শাস্তির ব্যবস্থা করতে হবে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বিজয় কুমার পাল, কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়ার্দার টিটু, কার্ডিলজি বিভাগেরর কনসালটেন্ট ডা. বশীর আহমেদ জয়সহ অন্যরা।

আরও পড়ুন: বিএসএমএমইউ’র মেডিকেল অফিসার নিয়োগে মৌখিক পরীক্ষা চলবে

সারাবাংলা/জেএ/এমও

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন