বিজ্ঞাপন

নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ ও যানজট নিরসনে পুলিশের অভিযান

June 15, 2019 | 6:21 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরে অবৈধভাবে ফুটপাত দখল করে বসা হকারদের উচ্ছেদ ও যানজট নিরসনে অভিযান চালিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (১৫ জুন) দুপুরে শহরের চাষাঢ়া থেকে মন্ডলপাড়া ব্রিজ পর্যন্ত জেলা পুলিশ সুপার হারুন অর রশীদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় রাস্তার পাশে টেবিল চেয়ার জব্দ করার পাশাপাশি হকার, দোকানদার ও ব্যক্তি মালিকানাধীন গাড়ির মালিকদের ফুটপাত দখল না করার জন্য আহবান জানান পুলিশ সুপার হারুন অর রশীদ। অন্যথায় আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন তিনি।

অভিযান শেষে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এক ব্রিফিংয়ে হারুন অর রশীদ বলেন, ‘ফুটপাতে হকার বসতে পারবে না এবং গাড়ি পার্কিং করা যাবে না। কেউ ফুটপাত দখল করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জে কোনো জুয়ার আসর, মাদক ব্যবসা, ভূমিদস্যূ ও চাঁদাবাজ থাকবে না। আগামী ২৪ জুন পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা হবে। যারা যোগ্য শুধু তারাই পুলিশের কনস্টেবল পদে চাকরি পাবেন। কোনো তদবির চলবে না। স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। পুলিশের চাকরিতে এক টাকাও খরচ করতে হবে না।’

সারাবাংলা/পিটিএম

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন