বিজ্ঞাপন

প্রথম জয়ের দেখা পেল দক্ষিণ আফ্রিকা

June 16, 2019 | 2:00 am

বিশ্বকাপ ডেস্ক

চলতি বিশ্বকাপের ২১তম ম্যাচে মুখোমুখি হয় প্রথম জয়ের খোঁজে থাকা দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান। গুলবাদিন নাইব, রশিদ খানদের আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়ে (ডাকওয়ার্থ লুইস মেথড) দ্বাদশ বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের মুখ দেখলো প্রোটিয়ারা। বল হাতে ইমরান তাহির, ক্রিস মরিসদের তোপের পর আফগানরা দুই প্রোটিয়া ওপেনারকেও রুখতে পারেনি। ফলে, নিজেদের চার ম্যাচের চারটিতেই হারলো যুদ্ধবিধ্বস্ত দেশটি।

বিজ্ঞাপন

আগে ব্যাটিয়ে নামা আফগানদের ইনিংসে বৃষ্টি বাধা দেয়। দুই ওভার কমিয়ে ম্যাচ নেমে আসে ৪৮ ওভারে। ৩৪.১ ওভারে অলআউট হওয়ার আগে আফগানরা তোলে ১২৫ রান। বৃষ্টি আইনে ৪৮ ওভারে প্রোটিয়াদের টার্গেট দাঁড়ায় ১২৭। জবাবে, ২৮.৪ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে প্রোটিয়ারা। হাতে বল বাকি ছিল আরও ১১৬টি।

আফগান দুই ওপেনার হজরতউল্লাহ জাজাই এবং নুর আলি জাদরান তুলে নেন ৩৯ রান। জাজাই ২২, নুর আলি ৩২ রান করেন। ৯ নম্বরে নেমে রশিদ খান ২৫ বলে ছয়টি বাউন্ডারিতে করেন ৩৫ রান। দুই ওপেনার আর রশিদ খান ছাড়া আরও কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।

প্রোটিয়া স্পিনার ইমরান তাহির ৭ ওভারে ২৯ রান খরচায় তুলে নেন চারটি উইকেট। ক্রিস মরিস ৬.১ ওভারে ১৩ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট। আন্দেইল ফেলুকাওয়ো ৮ ওভারে ১৮ রান দিয়ে পান দুটি উইকেট। কেগিসো রাবাদা একটি উইকেট পেলেও উইকেট পাননি বেহেরন হেরড্রিকস।

বিজ্ঞাপন

১২৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ১০৪ রান তুলে নেন দুই প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক এবং হাশিম আমলা। ২৩তম ওভারে গুলবাদিন নাইবের বলে আউট হওয়ার আগে ডি কক ৭২ বলে আটটি বাউন্ডারিতে ৬৮ রান করেন। হাশিম আমলা ৮৩ বলে চারটি বাউন্ডারিতে ৪১ রান করে অপরাজিত থাকেন। আন্দেইল ফেলুকাওয়ো ১৭ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরপি/একে

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন