বিজ্ঞাপন

বাল্যবিবাহ করতে খুব মন চাইলো: নুসরাত জাহান

June 16, 2019 | 1:38 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

সরি, সরি, এক্সট্রিমলি সরি। প্রচণ্ড রকমের ব্যস্ত আছি। তাই ফোন রিসিভ করতে পারিনি—ফোনের ওপাশ থেকে বললেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। কয়েকদিন ধরে তার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা চলেছে। অবশেষে তাকে পাওয়া গেলো তুরস্কে উড়াল দেওয়ার আগে।

বিজ্ঞাপন

দিন কয়েক পর আনুষ্ঠানিকভাবে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। তুরস্কে হবে বিয়ের আনুষ্ঠানিকতা। তবে এর আগে শুক্রবার (১৪ জুন) কলকাতায় গায়ে হলুদ হয়।

নুসরাত জাহানের বিয়ে নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের আগ্রহ তো আছেই। এমনকি বাংলাদেশের মানুষের আগ্রহও আছে উল্লেখ করার মতো। নুসরাতের বিয়ের খবর ঘোষণার পর ব–দ্বীপের গণমাধ্যমে নিয়মিত চর্চা হচ্ছে।

মজা করেই তাকে প্রশ্ন করা হয়, বিয়ে কী একটু দ্রুতই করে ফেলছেন? নুসরাত মজা বুঝতে পারলেন। একটু হেসে উত্তর দিলেন, বাল্যবিবাহ করতে খুব মন চাইলো। তাই করছি। আশীর্বাদ করুন।

বিজ্ঞাপন

নিখিল জৈন নামের এক ব্যবসায়িকে বিয়ে করছেন নুসরাত জাহান। ভারতীয় গণমাধ্যমের খবর, আগামী ১৯ জুন তুরস্কের বোদরুমে বিয়ে করবেন তারা। সেখানে তিন দিনব্যাপী হবে বিয়ের অনুষ্ঠান। তবে আইনসম্মতভাবে তারা বিয়ে করবেন কলকাতায়, ২৫ জুন।

কলকাতা ছেড়ে তুরস্কে বিয়ের করার প্রসঙ্গে দুই বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী বলেন, আমার জীবনের একটি ডেস্টিনেশন ছিল, স্মৃতির ফ্রেমে বাধিয়ে রাখার মতো বিয়ে করব। বিয়ে মানুষের জীবনে একবার আসে। একবার আসা সময়টা ভিন্নভাবে উপভোগ করা প্রয়োজন আছে বলে মনে করি।

বিজ্ঞাপন

কিন্তু নায়িকাদের জীবনে কখনো কখনো বিয়ে দুই কিংবা তিনবারও আসে। নুসরাত জাহান বলেন, আসতে পারে। যার যার ব্যক্তিগত বিষয়। সম্পর্কের এক পর্যায়ে গিয়ে সেই আগের বিশ্বাস থাকাটাই চ্যালেঞ্জ। শুধু নায়িকাদের ক্ষেত্রে নয়, সাধারণ মানুষের জীবনেও এমনটা নয়। আমরা সেলেব বলে চোখে পড়ে। সে যাই হোক, ওসব কথা এখন বলতে চাই না।

উল্লেখ্য, জিতের বিপরীতে ‘শত্রু’ ছবির মাধ্যমে টালিগঞ্জ সিনেমা ইন্ডাস্ট্রিতে আগমন ঘটে তার। এরপর একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে জনপ্রিয় নায়িকাদের কাতারে নিয়ে যান। নুসরাত জাহান বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খানের বিপরীতেও অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি নুসরাত জাহান রাজনীতির সাথে জড়িত। সম্প্রতি ভারতে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে বসিরহাট এলাকা থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন তিনি।

সারাবাংলা/আরএসও/পিএ

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন