বিজ্ঞাপন

ব্রহ্মপুত্রে নৌকাডুবি, এক নারীর মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

June 17, 2019 | 5:37 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে এক নারীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও এক নারী।

বিজ্ঞাপন

রোববার (১৬ জুন) বিকেল পৌনে ৫টার দিকে ফুলছড়ির ফজলুপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের উজালডাঙ্গার পূর্বপাশের এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ময়না বেগম (২৩) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছেন, তবে রুপবান বেগম নামে নৌকার আরেক যাত্রী নিখোঁজে রয়েছেন।

স্থানীয়রা জানান, ১০-১২ জন যাত্রী নিয়ে বালাসিঘাট থেকে উজালডাঙ্গা মানিককোড় চর এলাকায় যাচ্ছিল শ্যালোইঞ্জিন চালিত একটি নৌকা। নৌকাটি ব্রহ্মপুত্র নদের উজালডাঙার পুর্বপাশে পৌঁছালে সম্ভবত ঢেউয়ের ধাক্কায় হঠাৎ করে নৌকার তলা ফেটে যায়। এতে নৌকাটি ডুবে গেলে যাত্রীরা সাঁতার কেটে তীরে ফিরে আসলেও ময়না বেগম নামে এক নারীর মৃত্যু হয়। এছাড়া রুপবানু বেগম নামে অপর এক নারী নদের পানিতে ডুবে নিখোঁজ হন।

বিজ্ঞাপন

ফজলুপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আমিনুর রহমান জানান, বিকেল থেকেই স্থানীয় লোকজন নিখোঁজ নারীর সন্ধানের চেষ্টা করছেন।

নিহত ময়না বেগম ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের মানিককোড় গ্রামের ফয়জুল মিয়ার স্ত্রী। এছাড়া নিখোঁজ রুপবানু বেগম (৩৩) একই গ্রামের মালেক মিয়ার স্ত্রী।

নৌকার মালিক জাহাঙ্গীর মিয়ার দাবি, তার নৌকায় কোনো সমস্যা ছিল না। যাত্রা শুরু আগেও নৌকা পরীক্ষা করা হয়েছে। তিনি বলেন, তীব্র স্রোত আর ঢেউয়ের ধাক্কায় হঠাৎ করে নৌকার তলা ফেটে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন