বিজ্ঞাপন

ইয়াবাসহ গ্রেফতার পুলিশ কর্মকর্তা রিমান্ডে

June 17, 2019 | 1:34 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেফতার পুলিশ কর্মকর্তা সিদ্দিকুর রহমানকে দুইদিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটকে অনুমতি দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার (১৭ জুন) চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমান এ আদেশ দেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. কামরুজ্জামান জানান, গ্রেফতার সিদ্দিকুরকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) রাছিব খান। শুনানি শেষে আদালত দুইদিনের রিমান্ডে পাঠান।

সিদ্দিুকরকে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার হেফাজতে নেওয়া হবে বলে সারাবাংলাকে জানান এসআই রাছিব খান।

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ জুন) রাতে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ সিজিএস কলোনি এলাকা থেকে সিদ্দিকুর রহমানকে ১০ হাজার ইয়াবা ও ৮০ হাজার টাকা এবং মোটর সাইকেলসহ গ্রেফতার করে র‌্যাব ও কাউন্টার টেররিজম ইউনিট।

সিদ্দিকুর রহমান নগর পুলিশের ট্রাফিক বিভাগের টাউন উপপরিদর্শক (টিএসআই) হিসেবে বন্দর জোনে কর্মরত ছিলেন।

গ্রেফতার সিদ্দিকুরকে জিজ্ঞাসাবাদে রেলওয়ে থানায় কর্মরত আরেক উপ-পরিদর্শক বাবলু খন্দকারও ইয়াবার ব্যবসায় জড়িত বলে তথ্য পায় কাউন্টার টেররিজম ইউনিট। এরপর ইউনিটের এসআই সঞ্জয় গুহ বাদী হয়ে সিদ্দিকুর ও বাবলুর বিরুদ্ধে নগরীর ডবলমুরিং থানায় মামলা করেন।

বিজ্ঞাপন

পলাতক বাবলু খন্দকারকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই রাছিব খান।

সারাবাংলা/আরডি/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন