বিজ্ঞাপন

খেলাপি ঋণ: মোস্তফা গ্রুপের চেয়ারম্যান গ্রেফতার

June 20, 2019 | 12:26 am

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: খেলাপি ঋণের মামলায় চট্টগ্রামের শীর্ষস্থানীয় শিল্পপতি হেফাজতুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দেশের অন্যতম বড় শিল্প প্রতিষ্ঠান মোস্তফা গ্রুপের চেয়ারম্যান।

বিজ্ঞাপন

বুধবার (১৯ জুন) সন্ধ্যায় তাকে নগরীর আগ্রাবাদে মোস্তফা গ্রুপের অফিসের সামনে থেকে গ্রেফতার করে ডবলমুরিং থানা পুলিশ।

নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) ফারুকুল ইসলাম সারাবাংলাকে বলেন, খেলাপি ঋণের জন্য বিভিন্ন ব্যাংকের দায়ের করা চারটি মামলায় অর্থঋণ আদালত থেকে হেফাজতুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ওই পরোয়ানামূলে তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) তাকে আদালতে নেওয়া হবে।

তিনি জানান, মোস্তফা গ্রুপের অংশীদার হেফাজতুর রহমানের পরিবারের আরও কয়েকজনের বিরুদ্ধেও আদালতের গ্রেফতারি পরোয়ানা আছে। তাদের বিরুদ্ধে মোট ৩৭টি পরোয়ানা আছে।

বিজ্ঞাপন

চিনি, ভোজ্যতেলসহ বিভিন্ন ভোগ্যপণ্য আমদানিতে যুক্ত ছিল মোস্তফা গ্রুপ। গত এক দশকেরও বেশি সময় ধরে তারা ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্য উৎপাদনে যুক্ত হয়েছে। জাহাজ ভাঙার ব্যবসাতেও তাদের বিনিয়োগ আছে।

হেফাজতুর রহমান বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি।

সারাবাংলা/আরডি/টিআর

বিজ্ঞাপন

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন