বিজ্ঞাপন

‘সরকার দেশকে একটি উন্নত রাষ্ট্রে উন্নীত করতে দৃঢ় প্রতিজ্ঞ’

June 20, 2019 | 4:05 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ‘সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে দৃঢ় প্রতিজ্ঞ ও সুশাসন সংহত করতে সদা সচেষ্ট বলে জানিয়েছেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ জুন) সকালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এদিন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গুলনার নাজমুন নাহারের সঙ্গে মন্ত্রণালয়ের আওতাধীন দফতর-সংস্থার প্রধানগণের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়। জুলাই ২০১৯ থেকে জুন ২০২০ অর্থবছরের জন্য এ চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনা বাস্তবায়ন। এর মাধ্যমে সফলতার সঙ্গে ও দ্রুতগতিতে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার ২০১-এ বর্ণিত লক্ষ্য ও পরিকল্পনা রূপকল্প ২০২১-এর বাস্তবায়ন। যার মধ্যে রয়েছে, টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি), সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা ও সময়ে সময়ে সরকার ঘোষিত কর্মসূচির বাস্তবায়ন।’

বিজ্ঞাপন

এছাড়া তিনি বলেন, ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রত্যেককে কর্মমূখী সংস্কৃতির দিকে ধাবিত করবে। যার মাধ্যমে পর্যায়ক্রমে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত হতে সাহায্য করবে। এতে প্রধানমন্ত্রীর স্বপ্নের আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ গড়া কাজ আরও বেগবান হবে।’

গোলাম দস্তগীর গাজী আরও বলেন, ‘বস্ত্র ও পাট খাতের উন্নয়নের লক্ষ্যে মন্ত্রণালয়ের আওতাধীন সব দফতর ও সংস্থা প্রধানকে চাহিদা ভিত্তিক এবং যৌক্তিক প্রকল্প প্রণয়ন করতে হবে। এছাড়া প্রত্যেককে তার নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও গতিশীল করে বস্ত্র, রেশম, তাঁত ও পাট শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা পালন করতে হবে।‘

এসময় মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসজে/এমআই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন