বিজ্ঞাপন

ফিঞ্চের কুফাটা কাটলো বাংলাদেশের বিপক্ষে

June 20, 2019 | 3:58 pm

বিশ্বকাপ ডেস্ক

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগে পাকিস্তানকে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ধবলধোলাই করেছিল। ২৭ মার্চ পাকিস্তানের বিপক্ষে সবশেষ টস জিতেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। সেই সিরিজের তৃতীয় ম্যাচে টস ভাগ্য ছিল ফিঞ্চের পাশে। এরপর থেকে আর কোনো অফিসিয়াল ম্যাচে অজি এই দলপতি টস ভাগ্যকে পাশে পাননি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ জুন) বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের ২৬তম ম্যাচে টস ভাগ্যকে পাশে পেলেন ফিঞ্চ। বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি দলপতি। ৭ ম্যাচ পর অষ্টম ম্যাচে গিয়ে ফিঞ্চ টস জিতলেন।

তবে, ফিঞ্চের অধিনায়কত্বে দুর্দান্ত সময় পার করছে অজিরা। নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে টস করতে নামেন অজি দলপতি অ্যারন ফিঞ্চ আর টাইগার দলপতি মাশরাফি। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ফিঞ্চ। ব্যাটিংয়ে নেমেছে অজিরা।

ফিঞ্চ সবশেষ যে ১১ ম্যাচে টস করতে নেমেছিলেন তার ৯টিতেই হেরেছেন। আজকের ম্যাচের আগে জিতেছিলেন কেবল পাকিস্তান সিরিজের তৃতীয় ম্যাচে। তার মানে দাঁড়ায়, টানা সাত ম্যাচে ফিঞ্চ টসে জেতেননি।

বিজ্ঞাপন

চলতি বিশ্বকাপের পাঁচ ম্যাচ সহ ফিঞ্চের দল সবশেষ ১০ ম্যাচের ৯টিতেই জিতেছে। হেরেছে কেবল ভারতের বিপক্ষে। টস ভাগ্য পাশে না পেলেও ম্যাচের দুর্দান্ত পারফর্ম করেই জিতেছে অজিরা।

পাকিস্তানকে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেন বিশ্বকাপের মূল আসরে নামে ফিঞ্চ বাহিনী। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৭ উইকেটে হারায় অজিরা। পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৫ রানে হারালেও নিজেদের তৃতীয় ম্যাচে ফিঞ্চের দলটি ভারতের কাছে হেরে যায় ৩৬ রানের ব্যবধানে। এরপর পাকিস্তানকে ৪১ রানে হারিয়ে লঙ্কানদের বিপক্ষে জিতেছিল ৮৭ রানের ব্যবধানে।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন