বিজ্ঞাপন

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে স্কুলছাত্রের মৃত্যু

June 20, 2019 | 8:40 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

সুনামগঞ্জ: সুনামগঞ্জের পাগলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এসময় উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে এই সংঘর্ষ হয়। দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

মৃত সাহানুর মিয়া স্থানীয় পাগলা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ১০ শ্রেণির ছাত্র ও  ‍উপজেলার রায়পুর গ্রামের বুরহান উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলাবাজারে সুনামগঞ্জ-সিলেট সড়কের একপাশে সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড করায় চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। বৃহস্পতিবার দুপুরে পাগলা স্কুলমাঠে রায়পুর গ্রামের সেইচা মিয়ার স্ত্রীর জানাজা ছিল। এ জন্য মরদেহ স্কুল মাঠে নিয়ে যাওয়ার জন্য রওনা দেয় তার স্বজনরা। এসময় কান্দিগায়ের সিএনজি চালকদের চলাচলের পথ থেকে সিএনজি সরানোর জন্য বলেন। এ নিয়ে দুই পক্ষে কথা কাটাকাটি হয়। এর জেরে দুই পক্ষে সংঘর্ষে বাধে। এতে উভয় পক্ষের ৩০জন আহত হয়।

পরে রায়পুর গ্রামের লোকজন মরদেহ স্কুল মাঠে রেখে এসে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের এক পর্যায়ে পাগলা স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী সাহানুর মিয়া বাড়ি ফেরার সময় গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা সাহানুরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেল চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আলমগীর জানান, গুলিবিদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে আসার পথে সে মারা যায়। গুরুতর আহত তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, সিএনজি চালক ও শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন