বিজ্ঞাপন

সৌদি আরবে ওমরাহ ভিসা বন্ধ

June 23, 2019 | 9:46 pm

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: সৌদি আরবে দুই মাসের জন্য ওমরাহ ভিসা বন্ধ করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। গত সোমবার থেকে ওমরাহ ভিসার জন্য আবেদন গ্রহণ বন্ধ করা হয়েছে।

বিজ্ঞাপন

দেশটির সরকারি সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বিন বদি বলেছেন, হজ ও ওমরাহ মন্ত্রণালয় ওমরাহ ভিসা দেওয়া বন্ধ রয়েছে। আগামী ১৬ আগস্ট থেকে এ ভিসা আবার দেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘নির্ধারিত সময়ের জন্য আবেদন পড়ার পাঁচদিনের মধ্যে ভিসা প্রদান নিশ্চিত করা হবে। তবে এ ভিসার মেয়াদ কোনোভাবেই একমাসের বেশি অতিক্রম করবে না।’

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের তথ্য মতে, ‘এ বছর ৭৬ লাখ ৫০ হাজার ৭৩৬ জনকে ওমরাহ ভিসা প্রদান করেছে সৌদি আরব। ওমরাহ ভিসা পাওয়া হাজিদের মধ্যে ৭৩ লাখ ৯৩ হাজার ৬৫৭ জন ইতিমধ্যে সৌদি পৌঁছেছেন।’

এসব হাজির মধ্যে সবচেয়ে বেশি হলো পাকিস্তানের। দেশটির ১৬ লাখ ৫৭ হাজার ৭৭৭ জন সৌদিতে ওমরাহ হজ পালন করতে পৌঁছেছেন। পাকিস্তানের পরেই ৯ লাখ ৬৭ হাজার ১২৫ জন নিয়ে দ্বিতীয় অবস্থানে ইন্দোনেশিয়া।

সারাবাংলা/একে

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন