বিজ্ঞাপন

পরিবেশ ও জলবায়ু বাজেট ব্যয়ে স্থানীয় সরকারকে যুক্ত করার দাবি

June 25, 2019 | 4:16 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: পরিবেশ ও জলবায়ু রক্ষায় সঠিকভাবে বাজেট বরাদ্দ ব্যয় ও কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় সরকারকে যুক্ত করার দাবি জানিয়েছেন সিএসআরএল এর সভাপতি ও ডিএসই এর চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ জুন) জাতীয় প্রেস ক্লাবে গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারভিযান (সিএসআরএল) ও ঢাকা স্কুল অব ইকোনোমিকস (ডিএসই) এর যৌথ আয়োজনে ‘পরিবেশ ও জলবায়ু বিষয়ে বাজেট ২০১৯-২০ এর পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে এই দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, ‘টেকসই উন্নয়ন, পরিবেশ, অর্থনীতি এবং সমাজের উন্নতির লক্ষ্যে স্থানীয় চাহিদার অগ্রাধিকারের ভিত্তিতে বাজেট বরাদ্দ করা প্রয়োজন। তাছাড়া জলবায়ু ও পরিবেশ খাতে বরাদ্দ যেনো সঠিকভাবে ব্যয় হয় সেটাতেও দৃষ্টি দিতে হবে।’

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এম জগলুল হায়দার বলেন, ‘জলবায়ু ও পরিবেশ বাজেট বিষয়ে যদি কোন সীমাবদ্ধতা থাকে, সেটি আমরা প্রধানমন্ত্রী বরাবর তুলে ধরতে পারবো। এখনও আমাদের কাছে সেই সময় আছে।’

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্যে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এস এম মনজুরুল হান্নান খান বলেন, ‘উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ নির্মাণের জন্য সরকার ইতিমধ্যে ১০০ বছরের ডেল্টা প্ল্যান করেছে, সেখানে মডেলিং করে বেড়িবাঁধ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

বাজেটে জলবায়ু পরিবর্তন ছাড়া অপরাপর পরিবেশগত বিষয় যথাযথভাবে উল্লেখ করে বরাদ্দ প্রদান করা হয়নি জানিয়ে সেমিনারে উপস্থিত বক্তারা বলেন, ‘বাজেটে জলবায়ু পরিবর্তনের বরাদ্দ প্রদানের ক্ষেত্রে বিভিন্ন এলাকার অভিযোজন অগ্রাধিকার বিবেচনায় নেয়া প্রয়োজন। সেই সাথে গৃহীত জলবায়ু প্রকল্পগুলোর তথ্য স্থানীয় জনপ্রশাসন ও স্থানীয় সরকারকে অবহিত করে জলবায়ু সংক্রান্ত কর্মকান্ডে স্থানীয় সরকারকে যুক্ত করা প্রয়োজন।’

সিএসআরএল এর সভাপতি ও ডিএসই এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে এবং সিএসআরএল এর সাধারণ সম্পাদক জিয়াউল হক মুক্তার সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এমপি এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এস এম মনজুরুল হান্নান খান, কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী এবং বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী প্রমুখ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা স্কুল অব ইকোনমিকস এর ড. এ কে এম নজরুল ইসলাম এবং সিএসআরএল এর প্রদীপ কুমার রায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/ওএম/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন