বিজ্ঞাপন

আবেদন করলে সংসদ সদস্যরা ফ্ল্যাট পাবেন: পূর্তমন্ত্রী

June 25, 2019 | 9:57 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

সংসদ ভবন থেকে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম জানিয়েছেন, যেসব সংসদ সদস্যের ঢাকায় প্লট বা ফ্ল্যাট নেই, আবেদন করলে উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে নীতিমালা অনুযায়ী তাদের নামে ফ্ল্যাট বরাদ্দ করা হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ জুন) সংসদ অধিবেশনে সংরক্ষিত মহিলা আসনের হাবিবা রহমান খানের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। প্রশ্নটি টেবিলে উত্থাপন করা হয়। এর আগে বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

তিনি আরও জানান, রাজউকের আওতাধীন উত্তরা ১৮ নম্বর সেক্টরে ‘উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের’ এ ব্লকে এক হাজার ৬৫৪ বর্গফুট আয়তনের কিছু ফ্ল্যাট এখনো বরাদ্দ দেওয়া হয়নি। সংসদ সদস্য ক্যাটাগরিতে সঠিক আবেদনকারীর অনুকূলে ফ্ল্যাটগুলো বরাদ্দ দেওয়া হবে।

আওয়ামী লীগের সদস্য মো. আফজাল হোসেনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়েও প্লট উন্নয়ন ও ফ্ল্যাট নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বিভিন্ন উৎস থেকে অর্থায়নের মাধ্যমে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অধীনে ৪১টি প্রকল্প নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এটি

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন