বিজ্ঞাপন

দুদকের চিঠি প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির ঘোষণা

June 26, 2019 | 12:39 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: আজকের মধ্যে (বুধবার ২৬ জুন) দুই সাংবাদিককে জিজ্ঞাসাবাদের নামে তলব করে পাঠানো দুদকের চিঠি প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিকরা। তা না হলে বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১০টায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (২৬ জুন) বেলা ১১টায় দুদক কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সাংবাদিক সমাজের নেতারা কর্মসূচির ঘোষণা দেন।

সাংবাদিক দীপু সারোয়ার ও ইমরান হোসেন সুমনকে দুদকে তলব

সমাবেশে সাংবাদিক নেতারা চিঠি প্রত্যাহারসহ চার দফা দাবি উত্থাপন করেন। সেগুলো হলো আজকের মধ্যে দুদকের পাঠানো চিঠি প্রত্যাহার, চিঠির জন্য সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ, যে কর্মকর্তা অমার্জনীয় ভাষায় চিঠি পাঠিয়েছে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাগ্রহণ ও দুদকে সাংবাদিকদের প্রবেশে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করা।

বিজ্ঞাপন

সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবু জাফর সূর্য বলেন, ‘দুদক একটি অমর্যাদাকর চিঠি দিয়েছে। এই চিঠি আজকের মধ্যে প্রত্যাহার করতে হবে এবং একই সঙ্গে এই চিঠিতে অমর্যাদাকর ভাষা ব্যবহার করার জন্য দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্যার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘চিঠিতে এই অমর্যাদাকর ভাষা ব্যবহারের দায়িত্ব দুদক চেয়ারম্যানও এড়াতে পারেন না। তাই আজকের মধ্যে চিঠি প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, ‘বর্তমান চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। অবিলম্বে সাংবাদিকদের সব প্রতিবন্ধকতা দূর করতে হবে। পরবর্তীতে যেন এ ধরনের চিঠি আর না আসে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’

বিজ্ঞাপন

এছাড়া সমাবেশে সাংবাদিকরা বলেন, ‘দুদক যে সমস্ত অনিয়ম-দুর্নীতির অনুসন্ধান করে তার ৭০ ভাগই সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন থেকে শুরু হয়। সাংবাদিকদের বিরুদ্ধে দুদকের এ ধরনের চিঠি অনুসন্ধানী সাংবাদিকতায় প্রতিবন্ধক।’

উল্লেখ্য, মঙ্গলবার (২৫ জুন) অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি দীপু সারোয়ার ও বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার ইমরান হোসেন সুমনকে তলব করে পৃথক চিঠি পাঠায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের পরিচালক ও অনুসন্ধান টিমের দলনেতা শেখ মো. ফানাফিল্যা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে। অন্যথায় আইনানুগ কার্যধারা গৃহীত হবে।

প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক মুরসালীন নোমানী,  বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাবেক সভাপতি পারভেজ খান, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম লাভলু, ডিআরইউয়ের সাংগঠনিক সম্পাদক আফজাল বারী, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিক্যাব) এর সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব, রিপোর্টাস অ্যাগেইনস্ট করাপশনের (র‌্যাক) সাধারণ সম্পাদক মহিউদ্দীন আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম সামদানী ও সিনিয়র সাংবাদিক শাহ নেওয়াজ দুলালসহ অনেকে।

সারাবাংলা/জিএস/এমআই/একে

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন