বিজ্ঞাপন

চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেফতার ব্যক্তির কারাদণ্ড

June 27, 2019 | 12:07 am

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: ইয়াবাসহ গ্রেফতার হওয়া একজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা দেওয়ারও আদেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (২৬ জুন) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুন্সী আবদুল মজিদ এ রায় দিয়েছেন।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা পিপি বি কে বিশ্বাস সারাবাংলাকে জানান, ২০১৬ সালের ৩১ মে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কাশেম জুট মিল এলাকা থেকে মো. কাওসার শেখ (৩২) নামে একজনকে গ্রেফতার করা হয়। এসময় তার শরীরে তল্লাশি করে চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এই ঘটনায় কাওসার শেখ ও শফিকুল আলম নামে দু’জনকে আসামি করে থানায় মামলা দায়ের করে পুলিশ। ২০১৬ সালের ২৫ আগস্ট শুধু কাওসার শেখকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

বিজ্ঞাপন

২০১৭ সালের ৩ জুলাই এ মামলায় অভিযোগ গঠন করেন আদালত। এরপর রাষ্ট্রপক্ষে ৬ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। ২০ জুন এ মামলায় যুক্তিতর্ক শুনানি হয়।

দণ্ডিত মো. কাওসার শেখ গ্রেফতারের পর থেকে কারাগারে আছেন। রায় ঘোষণার সময় তাকে আদালতে হাজির করা হয়েছিল। রায়ের পর তাকে আবারও কারাগারে ফেরত পাঠানো হয়।

সারাবাংলা/আরডি/জেএএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন