বিজ্ঞাপন

ঢাকা-ভাল্লেত্তা সম্পর্কে নতুন মাত্রা যোগ হচ্ছে

July 3, 2019 | 3:56 pm

এমএকে জিলানী, স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দক্ষিণ ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন মাত্রা যোগ হচ্ছে। ইউরোপের এই দেশটির কাছে ঢাকা মেরিটাইম খাতে সহযোগিতা চায়। অন্যদিকে ভাল্লেত্তা চায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে (২০২৩-২৪ মেয়াদে) ঢাকার সমর্থন।

বিজ্ঞাপন

ঢাকা-ভাল্লেত্তা কূটনৈতিক সূত্রগুলো বলছে, আগামী ২০২৩-২৪ মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে বাংলাদেশের সমর্থন চায় মাল্টা। আর মাল্টার কাছে মেরিটাইম খাতে সক্রিয় সহযোগিতা চায় বাংলাদেশ। মেরিটাইম খাতে মাল্টার উন্নতমানের শিক্ষাব্যবস্থা রয়েছে। এছাড়া এই খাতে মাল্টার প্রশিক্ষিত জনশক্তি এবং সমুদ্রপথের যোগাযোগের জন্য মানসম্মত পরিবহন রয়েছে। ঢাকা চাচ্ছে মেরিটাইম বিষয়ে ভাল্লেত্তার সঙ্গে এসব বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী হোক।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা সারাবাংলাকে বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আগামী ২১ থেকে ২৩ জুলাই ইউরোপের দেশ মাল্টা সফর করবেন। ওই দ্বিপাক্ষিক সফরে কমপক্ষে দুটি চুক্তি বা সমাঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে ইতিমধ্যে ঢাকা-ভাল্লেত্তা নীতিগত সিদ্ধান্ত হয়েছে।’

‘আসন্ন এই সফরের পর দুই দেশের সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হবে’, এ তথ্য জানিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রীর সফরে নিয়মিতভাবে বৈঠক (ফরেন অফিস কনসালটেশন) অনুষ্ঠান এবং কূটনীতিকদের প্রশিক্ষণ বিষয়েও দুই দেশের মধ্যে চুক্তি বা সমাঝোতা স্মারক স্বাক্ষর করা হবে। এছাড়া ঢাকা মেরিটাইম খাতে ভাল্লেত্তা‘র সক্রিয় সহযোগিতা চায়। এ বিষয়ে এখনও কাজ চলছে। তবে সফরের আগেই বিষয়টি চূড়ান্ত হবে।’

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম) অবসরপ্রাপ্ত সাবেক নৌ কর্মকর্তা মো. খোরশেদ আলম সারাবাংলা’কে বলেন, ‘মাল্টা মেরিটাইম খাতে খুব শক্তিশালী। তাই আমরা এখাতে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে চাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘মাল্টায় মেরিটাইম নিয়ে উন্নতমানের শিক্ষাব্যবস্থা রয়েছে। দেশটিতে এই খাতের প্রশিক্ষত জনবলও আছে। আবার তাদের সমুদ্রপথের জন্য উন্নতমানের জাহাজও রয়েছে। এসব বিষয়ে তাদের কাছ থেকে আমরা কীভাবে উপকৃত হতে পারি, সে বিষয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে প্রস্তাবটি ফিরে আসলেই দুই দেশের মধ্যে এই খাতে কীভাবে সহযোগিতার সম্পর্ক গড়া যেতে পারে তা পরিস্কার হবে।’

এর আগে গত বছরের ১৮ অক্টোবর ১২তম আসেম সম্মেলনের ফাঁকে ওই সময়ের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে মাল্টার পররাষ্ট্রমন্ত্রী কারমেল আবেলার একটি বৈঠক অনুষ্ঠিত হয়। মাল্টার পররাষ্ট্রমন্ত্রী ওই বৈঠকে বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় মাল্টা। সম্পর্কের মাত্রাকে আরও উন্নত করতে দুই দেশকেই উদ্যোগ নিতে হবে। দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করতে ঝুলে থাকা পলিটিক্যাল কনসালটেশন বিষয়ে সমাঝোতা প্রয়োজন। পাশাপাশি কূটনীতিকদের প্রশিক্ষণ বিষয়েও দুই দেশের মধ্যে আরও সহযোগিতার ক্ষেত্র বাড়ানো দরকার।’

বিজ্ঞাপন

ওই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে মাল্টার পররাষ্ট্রমন্ত্রীকে বলা হয়, ‘দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের চেষ্টার ক্রুটি থাকবে না। আগামী ২০২৩-২৪ মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে মাল্টাকে সমর্থনের বিষয়ে যথাযথ মনোযোগ থাকবে।’

সারাবাংলা/জেআইএল/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন