বিজ্ঞাপন

দুইশ’ মি.লি. পানি বের করা হয়েছে, শঙ্কামুক্ত নন এরশাদ

July 5, 2019 | 3:26 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: এখনো শঙ্কামুক্ত নন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তার ভাই ও জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের জানিয়েছেন, এরশাদ গতকালের চেয়ে কিছুটা সুস্থ আছেন, তবে শঙ্কামুক্ত নন। তার শরীর থেকে দুইশ’ মি.লি. পানি বের করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বিকেলে তার ডায়ালাইসিস করা হবে। চিকিৎসকরা সতর্কভাবে তাকে সারিয়ে তোলার চেষ্টা করছেন। আমরা আশা করছি, বিকেলে ডায়ালাইসিস করা হলে তিনি আরও কিছুটা সুস্থ হয়ে উঠবেন।

শুক্রবার (৫ জুলাই) দুপুরে (বাদ জুমা) জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের দক্ষিণ গেটে জিএম কাদের সাংবাদিকদের এসব কথা জানান।

বায়তুল মুকাররম

বিজ্ঞাপন

জিএম কাদের বলেন, ডায়ালাইসিসের সময় শরীরের বিভিন্ন জায়গায় ফুটো করতে হয়। চিকিৎসকদের সতর্ক থাকতে হচ্ছে, একবার রক্তক্ষরণ শুরু হলে আর থামানো যাবে না। তার শরীরে পানি ছিল, যে কারণে শরীর ফুলে গিয়েছিল। চিকিৎসকরা পানি বের করে দেওয়ার পরে শরীরের ফোলা কিছুটা কমেছে। সম্প্রতি করা মেডিকেল টেস্ট রিপোর্টগুলো সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল। সেখানকার ডাক্তাররা রিপোর্ট পর্যালোচনা করে বলেছেন, সিঙ্গাপুরে নেওয়ার মতো অবস্থায় তিনি নেই।

গত এক সপ্তাহে ২৮ ব্যাগ এবং গত আট ঘণ্টায় ৮ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে এরশাদকে। এখন যেভাবে উন্নতি হচ্ছে, আমরা আশা করছি মেশিনের সাহায্য ছাড়াই তার অর্গানগুলো স্বাভাবিকভাবে কাজ করবে।

এ সময় উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য ফিরোজ রশীদ চৌধুরী, আবু হোসেন বাবলাসহ অনেকে।

বিজ্ঞাপন

এদিন এরশাদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

পুরনো ছবি

সারাবাংলা/ইউজে/এটি

আরও পড়ুন: এরশাদের কিডনি ঠিকমত কাজ করছে না, শুভ লক্ষণ নয়
এরশাদ লাইফ সাপোর্টে
এরশাদের কিডনি ঠিকমত কাজ করছে না, শুভ লক্ষণ নয়: জিএম কাদের
এরশাদের অবস্থা আজও অপরিবর্তিত: জিএম কাদের
এরশাদ শঙ্কামুক্ত নন তবে গুজব ছড়াবেন না: জি এম কাদের
এরশাদকে দেখতে সিএমএইচে ওবায়দুল কাদের
এরশাদ সংকটাপন্ন, হাসপাতালে রওশনসহ নেতাকর্মীরা
‘ছাত্র সমাজ’ই এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়বে
আইসিইউতে চিকিৎসকের সঙ্গে কথা বলেছেন এরশাদ
এরশাদের রক্তে ইনফেকশন, এখনই বিদেশে নেওয়া যাচ্ছে না
এরশাদ আইসিইউতে

বিজ্ঞাপন

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন