বিজ্ঞাপন

ব্যতিক্রমি মানুষদের পাপেট শো আজ

July 6, 2019 | 11:20 am

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

শারীরিকভাবে সীমাবদ্ধ তারুণ্যকে নিয়ে তৈরি হয়েছে ‘পাপেট থিয়েটার’। যারা এমন কিছু অদম্য প্রতিভাবান মানুষদের নিয়ে কাজ করছেন শারীরিক প্রতিবন্ধকতার মতো বড় বাঁধাও যাদের দমিয়ে রাখতে পারেনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন :  তাপসী পান্নুকে কঙ্গনার বোনের ‘অপমান’


পাপেট থিয়েটারের কর্মীরা হুইল চেয়ারে বসেই মঞ্চ মাতাতে আজ (৬ জুলাই, শনিবার)। ‘মুক্তি আলোয় আলোয়–আই অ্যাম দ্য লাইট; টুগেদার উই ক্যান’ শিরোনামের একটি পাপেট শো মঞ্চস্থ করতে যাচ্ছেন তারা।

পাপেট থিয়েটারের প্রযোজনায় ছায়ানট মিলনায়তনে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটকটি। বাস্কেটবল খেলোয়ার ‘রত্না’র আলোর পথে এগিয়ে যাওয়ার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে নাটকটি। চিত্রনাট্য লিখেছেন এজাজ ফারাহ।

নাটকটি নির্দেশনা দিয়েছেন অভিনেত্রী নওশাবা। এর আগে নাটকটি মঞ্চস্থ হয়েছে ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ‘ওয়াও ফেস্টিভাল’এ।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএম


আরও পড়ুন :  নুসরাত-নিখিলের দুষ্টু-মিষ্টি রিসেপশন


Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন