বিজ্ঞাপন

শিশু সামিয়াকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা

July 6, 2019 | 2:26 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর ওয়ারীর বনগ্রামে খালি ফ্ল্যাট থেকে উদ্ধার সামিয়া আফরিনের (৭) মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে। ময়নাতদন্তে সামিয়াকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে।

বিজ্ঞাপন

শনিবার (৬ জুলাই) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ সামিয়ার ময়নাতদন্ত সম্পন্ন করেন।

আর পড়ুন: ওয়ারীতে শিশুহত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ৬

ময়নাতদন্তের পর ডা. সোহেল মাহমুদ জানান, শিশু সামিয়াকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে প্রথমে ধর্ষণ করে পরে রশি দিয়ে গলা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। তার মুখে ও ঠোঁটে কামড়ের দাগ রয়েছে। এছাড়া যৌনাঙ্গেও আঘাতের চিহ্ন রয়েছে। তবে আরও নিশ্চিত হওয়ার জন্য হাই ভ্যাজাইনাল সোয়াব সংগ্রহ করে ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আর পড়ুন: ওয়ারীর বনগ্রামে খালি ফ্ল্যাট থেকে শিশুর মরদেহ উদ্ধার

এর আগে শুক্রবার (৫ জুলাই) রাত ৯ টার দিকে রাজধানীর ওয়ারীর বনগ্রাম এলাকায় বহুতল ভবনের ৯ তলার খালি ফ্ল্যাট থেকে সামিয়া আক্তার সায়মার (৭) মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শনিবার (৬ জুলাই) নিহত শিশুটির বাবা আব্দুস সালাম অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ওয়ারী থানায় ধর্ষণের পর হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেন।

সারাবাংলা/এসএইচ/পিটিএম

বিজ্ঞাপন

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন