বিজ্ঞাপন

২৮ লাখ টাকার খেলাপি ঋণের মামলায় ব্যবসায়ী গ্রেফতার

July 9, 2019 | 6:58 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: তিন ব্যাংক থেকে ২৮ লাখ টাকা ঋণ নিয়ে পরিশোধ না করার মামলায় সাজা পাওয়া এক কাপড় ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নগরীর কোতোয়ালী থানা পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ জুলাই) সকালে চট্টগ্রামের পটিয়া পৌরসভার সেনপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে তাদের আদালতে হাজিরের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার মো. সেলিম আজাদ (৪১) নগরীর টেরিবাজারের মেসার্স ফ্যাশন মেইকার নামে একটি দোকানের মালিক।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সারাবাংলাকে বলেন, ‘ব্যবসায়ী সেলিম আজাদ পূবালী ব্যাংক থেকে ৮ লাখ এবং সিটি ও ওয়ান ব্যাংক থেকে ১০ লাখ টাকা করে মোট ২৮ লাখ টাকা ঋণ আত্মসাৎ করেন। পূবালী ব্যাংকের মামলায় তার সাজা হয়েছে। বাকি দু’টি ব্যাংকের মামলা বিচারাধীন আছে। তার বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা আছে। ওই পরোয়ানায় আমরা তাকে গ্রেফতার করেছি।’

বিজ্ঞাপন

বাবা-মায়ের নাম পাল্টে ভূয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে সেলিম আজাদ ২০১৬ সাল থেকে গ্রেফতার এড়িয়ে আসছিল বলে জানিয়েছেন ওসি।

সারাবাংলা/আরডি/জেএএম

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন