বিজ্ঞাপন

দেশে ইন্টারনেট গ্রাহক ৯ কোটি ৪৪ লাখ

July 9, 2019 | 10:28 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

জাতীয় সংসদ ভবন থেকে: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশে বর্তমানে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৯ কোটি ৪৪ লাখ। তবে দেশে ইন্টারনেটের দাম কমেনি এমন তথ্য সঠিক না। বরং দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ইন্টারনেটের দামও উল্লেখযোগ্যহারে কমিয়ে আনা হয়েছে। বর্তমানে ইন্টারনেটের সরকার নির্ধারিত দাম প্রতি মেগাবাইট ১ টাকা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ জুলাই) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে সরকারি দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘২০০৮ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ছিল মাত্র ৬০ লাখ। ২০১৯ সালের মে পর্যন্ত যা বেড়ে ৯ কোটি ৪৪ লাখ হয়েছে। এছাড়া টেলিযোগাযোগ সেবা প্রদানকারী সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ইন্টারনেটের ব্যান্ডউইথ চার্জ বিভিন্ন সময়ে ধাপে কমিয়েছে। ’

মোস্তফা জব্বার বলেন, ‘রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক ইন্টারনেট সেবার মূল্য উল্লেখযোগ্য হারে কমিয়েছে। ২০১৮ সালে যেখানে ১ জিবি ইন্টারনেটের দাম ছিল ২২১ টাকা। বর্তমানে তা কমিয়ে সর্বসাধারণের জন্য ৪৬ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৪৩ টাকা (৩০ দিন মেয়াদী) নির্ধারণ করা হয়েছে। ’

বিজ্ঞাপন

সরকারি দলের অপর সদস্য মো. ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বর্তমানে সরকার নির্ধারিত প্রতি মেগাবাইট ইন্টারনেটের দাম এক টাকা। ইন্টারনেটের এই দাম পুনর্বিবেচনার জন্য বিটিআরসি থেকে ডাটা কস্ট মডেলিংয়ের কাজ চলমান রয়েছে। ’

তিনি জানান, মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিত করার জন্য বিটিআরসি নিয়মিত ড্রাইভ টেস্ট পরিচালনা করে। এছাড়া এমএনপি সুবিধা টাওয়ার শেয়ারিং সুবিধা এবং ফোরজি চালু করা হয়েছে। একইসঙ্গে সেবার মান মনিটরিং করা হচ্ছে এবং সকল অপারেটরকে সেবার মান উন্নত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন