বিজ্ঞাপন

এসকে সিনহার বিরুদ্ধে মামলায় দুদকের অনুমোদন

July 10, 2019 | 3:01 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: ক্ষমতার অপব্যবহার করে ফারমার্স ব্যাংকের ৪ কোটি টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

বুধবার (১০ জুলাই) এই মামলার অনুমোদন দেওয়া হয়। এতে আরও ১০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে ফারমার্স ব্যাংক থেকে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) অ্যাকাউন্টে চার কোটি টাকা জমা হওয়ার বিষয়টি তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফারমার্স ব্যাংকের সাবেক এমডি এ কে এম শামীমসহ ছয় কর্মকর্তাকে তলব করেছিল দুদক।

সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেন গত বছরের ২৬ সেপ্টেম্বর তাদের দুদকের প্রধান কার্যালয়ে হাজির থাকতে বলেন।

বিজ্ঞাপন

এই ঘটনায় এসকে সিনহার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধেও অনুসন্ধান চালাচ্ছে দুদক।

সারাবাংলা/ইএইচটি/এসজে/এটি

বিজ্ঞাপন

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন