বিজ্ঞাপন

ঠাকুরগাঁওয়ে সংস্কারের দাবিতে সড়কে ধানের চারা রোপন

July 12, 2019 | 2:51 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার পটুয়া-জামালপুর সড়কের তিন কিলোমিটার কাঁচা অংশ সংস্কারের দাবিতে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানিয়েছে গ্রামবাসী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকালে পটুয়া-জামালপুর সড়কের পাশের গ্রাম পাইকপাড়ার বাসিন্দারা এই অভিনব প্রতিবাদ জানায়।

এ প্রসঙ্গে ঠাকুরগাঁও সদর উপজেলা প্রকৌশলী নুরুজ্জামান সরদার সারাবাংলাকে বলেন, ‘পটুয়া-জামালপুর সড়কের প্রায় তিন কিলোমিটার রাস্তা এখনো পাঁকা করা হয়নি। ফলে বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। রাস্তা জুড়ে সৃষ্টি হয় বড় গর্ত। ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন পটুয়া-জামালপুর রাস্তাটি সংস্কারের ব্যাপারে ২০১৮ সালে সংশ্লিষ্ট বিভাগে প্রস্তাব পাঠিয়েছেন। অর্থ বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে।’

সারাবাংলা/ওএম

বিজ্ঞাপন

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন