বিজ্ঞাপন

শিক্ষা ব্যবস্থার জাতীয়করণে শিক্ষক সমিতির মানববন্ধন

July 12, 2019 | 7:16 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: শিক্ষা ব্যবস্থার জাতীয়করণে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়ে মানববন্ধন করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতি। শুক্রবার (১২ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, ‘শিক্ষকদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডে অতিরিক্ত ৪ শতাংশ কর্তন শুরু হয়েছে। কর্তনের এ টাকার কোনো হিসাব শিক্ষক সমাজ জানেন। এ কর্তন অবিলম্বে বন্ধ করতে হবে।’ এছাড়া ২৫ শতাংশ ঈদ বোনাসের পরিবর্তে সরকারি নিয়মে বোনাস দেওয়ার দাবি জানান তারা।

এসময় তারা বেতন বৈষম্য দূর করে শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব আয় রাষ্ট্রীয় কোষাগারে ফেরত নিয়ে অবিলম্বে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সমিতির সভাপতি নজরুল ইসলাম রনির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের সমন্বয় কমিটির নির্বাহী সভাপতি দেলোয়ার হোসেন মিনা, প্রধান উপদেষ্টা সাইদুল হোসেন সাহেদ, সিনিয়র সহ-সভাপতি গাজী মামুন আল জাকীর, সিনিয়র যুগ্ম-মহাসচিব আবুল হোসেনসহ প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন