বিজ্ঞাপন

আরামবাগকে হারিয়ে কিংসের আরেকটি রেকর্ড

July 12, 2019 | 7:51 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট।।

ঢাকা: এর আগের ম্যাচেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (ফুটবল) একটা রেকর্ড গড়ে ফেলেছে বসুন্ধরা কিংস। টিম বিজেএমসিকে হারিয়ে টানা ১২ ম্যাচে জয়ের রেকর্ড গড়েছিল অস্কার ব্রুজনের শিষ্যরা। এবার আরামবাগকে হারিয়ে আরেকটি মাইলফলক গড়লো কিংস শিবির। টানা ১৩ ম্যাচে জয়ের রেকর্ড গড়লো দেশের সর্বোচ্চ ঘরোয়া ফুটবল লিগে।

বিজ্ঞাপন

ময়মনসিংহের রফিক উদ্দীন ভূঁইয়া স্টেডিয়ামে বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাতে খেলার অনুপযোগী থাকায় ম্যাচটা স্থগিত করা হয়েছিল। আজ শুক্রবার একই ভেন্যুতে খেলাটা গড়ায়। আরামবাগ ক্রীড়া সংঘের হোম ভেন্যুতে ৩-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে কিংস।

এ ম্যাচে সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি আরামবাগ। যদিও প্রথম লেগে নীলফামারিতে ৩-২ ব্যবধানের দারুণ প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ উপহার দিয়েছিল ২০১৮ সালের স্বাধীনতা কাপ জয়ীরা।

আজকের ম্যাচে সেই ছটা দেখা যায়নি আরামবাগ শিবিরের। প্রথম ৪৫ মিনিট গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে গিয়েই তেতে উঠে কিংস। ৫৩ মিনিটে মার্কোস ভিনিসিয়াসের পেনাল্টি গোলে লিড নেয় ‍কিংস। ৬৮ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ। এবার বক্সের ডান প্রান্ত থেকে দুশবেকভের পাস পড়ে কলিনদ্রেসের পায়ে। পা ঘুরিয়ে ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান এই কোস্টারিকান। তার সাত মিনিট পর আবারও দুশবেকভ ও কলিনদ্রেস জুটির ঝলক। এবার বল ভাসিয়ে মারলেন ‍দুশবেকভ। ছয় গজের ভেতরে ওত পেতে থাকা কলিনদ্রেসের কাছে বল। আরেকটা ঠাণ্ডা মাথার ফিনিশিং।

বিজ্ঞাপন

বিশ্বকাপারের জোড়া গোলে ব্যবধানটা হয়ে যায় ৩-০। আরামবাগের হাতের বাইরে চলে যায় ম্যাচ। মারুফুল হকের শিষ্যরা ফিরতেও পারেনি সেভাবে। তাই পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে সফরকারিরা।

টানা ১৩ ম্যাচে জয়ের রেকর্ড ধরে রাখলো কিংস। ১৮ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকলো কিংস। এক ম্যাচ বেশি খেলে ২৬ পয়েন্ট নিয়ে পাঁচে আরামবাগ।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন