বিজ্ঞাপন

ফাইনালের এক টিকিটের দাম ১৭ লাখ!

July 13, 2019 | 10:48 am

বিশ্বকাপ ডেস্ক

ক্রিকেট বিশ্বকাপের ১২তম আসরের পর্দা নামতে যাচ্ছে আর মাত্র একদিন পরেই। স্বাগতিক ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনাল অনুষ্ঠিত হবে ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে রোববার (১৪ জুলাই) বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায়। ফাইনালের টিকিট আরও আগেই বিক্রি হয়েছে তবে তা সাধারণ সমর্থকদের হাতে পৌঁছায়নি ঠিকভাবে। বিভিন্ন এজেন্সি আগেই কিনে নিয়েছে টিকিট। আর তারা এখন টিকিটের দাম হাঁকাচ্ছে কয়েক গুণ বেশি।

বিজ্ঞাপন

ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনালের একটি সাধারণ টিকিটের দাম উঠেছে প্রায় সাড়ে ১৪ লাখ টাকা। আর ভিআইপি গ্যালারিতে সেই টিকিটের দাম বেড়ে দাঁড়িয়েছে বাংলাদেশি টাকায় প্রায় ১৭ লাখ টাকা।

ক্রিকেট বিশ্বকাপে অনেক তৃতীয় পক্ষ অর্থাৎ প্রতিষ্ঠান আছে যারা আইসিসির কাছ থেকে টিকিট কিনে নিয়ে পরবর্তীতে নিজেরাই টিকিট বিক্রি করে। আর ইংল্যান্ড বিশ্বকাপে এসব তৃতীয় পক্ষের কারণেই টিকিটের মূল্য বেড়ে দাঁড়াচ্ছে ১৭ লাখ টাকায়। তবে দর্শকদের কথা চিন্তায় রেখে টিকিট কালোবাজারিদের বিপক্ষে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে আইসিসি।

এ ব্যাপারে আইসিসির কর্মকর্তা স্টিভেন এলওয়ার্দি বলেন, ‘আমরা যেসব টিকিট এমন দামে বিক্রি হতে দেখছি সবগুলোকে বাতিল করে দিয়েছি। তবে যুক্তরাজ্যের আইন অনুযায়ী আমরা তাদের বিপক্ষে কোনো পদক্ষেপ নিতে পারছি না।’

বিজ্ঞাপন

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

আরও পড়ুন: ধোনিকে ছাড়া প্রথমেই হেরে যেত ভারত: ওয়াহ

সারাবাংলা/এসএস

বিজ্ঞাপন

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন