Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এরশাদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক


১৪ জুলাই ২০১৯ ১০:৩৭ | আপডেট: ১৪ জুলাই ২০১৯ ১৩:৫৫

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার (১৪ জুলাই) এক বার্তায় তিনি শোক জানান।

শোকবার্তায় রাষ্ট্রপতি এইচ এম এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এরশাদ আর নেই

রোববার (১৪ জুলাই) সকাল ৭টা ৪৫ মিনিটে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রক্তে হিমোগ্লোবিন ও লিভারে দীর্ঘদিনের সমস্যার পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বুধবার (২৬ জুন) সিএমএইচ-এ ভর্তি হন এরশাদ। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

সারাবাংলা/এমআই

আরও পড়ুন: এরশাদ এপিসোড: ১৯৩০-২০১৯

শোকবার্তা: সংসদে এরশাদের গঠনমূলক ভূমিকা স্মরণ প্রধানমন্ত্রীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর