বিজ্ঞাপন

চাঁদাবাজি!

February 4, 2018 | 7:24 pm

হাবিবুর রহমান, ফটোসাংবাদিক

বিজ্ঞাপন

ভাই টাকা দেন হাতির খাবার কিনতে হবে! টাকা দিতেই হবে, না দিলে হাতি কিন্তু আপনার দোকানের সামনে থেকে যাবে না। একদম এভাবেই কথাগুলো বলছিল হাতির পিঠে বসে থাকা মাহুত।

 

বিজ্ঞাপন

 

প্রতিদিন ঢাকা শহরের বিভিন্ন সড়কের পাশের দোকান থেকে এভাবেই টাকা তুলতে দেখা যায়। টাকা না দিলে দোকানের সামনে থেকে একদমই সরবে না হাতি। মাঝে মাঝেই বড় করে হাক ডাকও দেয়, যাতে দোকানিরা ভয় পায়।

 

বিজ্ঞাপন

 

কয়েক জন দোকানির সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক দিন পরই এভাবে দোকানের সামনে হাতি এসে দাঁড়িয়ে থাকে। টাকা না দিলে ক্রেতাদের ভয় দেখায়। ফলে ক্রেতারা দোকানে আসতে ভয় পায়। আবার ৫০ টাকার কম দিলেও নেয় না। এ ছাড়া দোকানের মালামাল নিয়েও টানাটানি করে।

 

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এইচআর/এমআই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন