বিজ্ঞাপন

আসছে এনআইডি যাচাইয়ের গেটওয়ে ‘পরিচয়’

July 16, 2019 | 7:54 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই প্রক্রিয়া আরও সহজ করতে আসছে গেটওয়ে ‘পরিচয়’। বুধবার (১৭ জুলাই) দুপুর ৩টায় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এই সেবার উদ্বোধন করবেন।

বিজ্ঞাপন

তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ে অনুষ্ঠেয় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মন্ত্রণালয় থেকে জানানো হয়, পরিচয় (porichoy.gov.bd) হলো একটি গেটওয়ে সার্ভার। নির্বাচন কমিশনের জাতীয় ডাটাবেজে যুক্ত থাকবে এটি। এই সার্ভার থেকে সরকারি, বেসরকারি বা ব্যক্তিগত যে কোনো সংস্থা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করতে পারবে। এনআইডি যাচাই করতে এখন আর তিন থেকে পাঁচ কর্মদিবস অপেক্ষা করতে হবে না।

অনুমোদিত সংস্থাগুলো বর্তমানে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে লগ ইন করে জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করে। তবে অধিকাংশ সংস্থাকে এই অনুমতি দেওয়া হয়নি। পরিচয় সেবা চালু হলে দ্রুততম সময়ে এনআইডি যাচাই করা যাবে, তাই জালিয়াতি করার আর সুযোগ থাকবে না।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/এটি

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন