বিজ্ঞাপন

এইচএসসিতে বিদেশ কেন্দ্রে পাস ৯৪.০৭%

July 17, 2019 | 3:36 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: চলতি বছর উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাস করেছে ৯৪.০৭ শতাংশ শিক্ষার্থী।

বিজ্ঞাপন

সোমবার (১৭ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তার সরকারি বাসভবন গণভবনে এ ফল প্রকাশ করা হয়।

ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিদেশে প্রতিষ্ঠানের সংখ্যা ছিল আটটি। কেন্দ্রও ছিল আটটি।

এই আটটি কেন্দ্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৭০ জন। এদের মধ্যে পাশ করেছে ২৫৪ জন। পাসের হার ৯৪.০৭ শতাংশ। বিদেশ কেন্দ্র থেকে জিপিএ ৫ পেয়েছে ২৬ জন শিক্ষার্থী।

বিজ্ঞাপন

চলতি বছরে এইচএসসি পর্যায়ে ৭৩.৯৩ ভাগ পরীক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪৭,২৮৬ পরীক্ষার্থী। এদের মধ্যে দেশের ৮টি শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৭১.৮৫ শতাংশ। এতে জিপিএ-৫ পেয়েছে ৪১,৮০৭ জন।

এছাড়া মাদরাসা শিক্ষাবোর্ডে পাসের হার ৮৮.৫৬ শতাংশ, যাতে জিপিএ-৫ পেয়েছে ২,২৪৩ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮২.৬২ শতাংশ। এতে জিপিএ ৫ পেয়েছে ৩,২৩৬ জন শিক্ষার্থী।

সারাবাংলা/এজেড/পিটিএম

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন