বিজ্ঞাপন

চট্টগ্রামে ২৭ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি

July 19, 2019 | 9:24 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: ২৭টি শর্ত দিয়ে বিএনপিকে চট্টগ্রামে সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ। চট্টগ্রাম নগরীতে বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে সমাবেশ করার অনুমতি পেয়েছে দলটি।

বিজ্ঞাপন

শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে অনুমতির বিষয়টি নগর পুলিশের পক্ষ থেকে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করকে জানানো হয়েছে।

নগর পুলিশের উপ-কমিশনার (বিশেষ শাখা) মো.আব্দুল ওয়ারীশ খান সারাবাংলাকে বলেন, ‘২৭টি শর্তে নাসিমন ভবনের সামনে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। আবেদনকারী হিসেবে বিএনপি নেতা আবুল হাশেম বক্কর সাহেবকে বিষয়টি জানানো হয়েছে।’

২৭ শর্তের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- নাসিমন ভবনের সামনের দুই লেইনের সড়কের পূর্বপাশে সমাবেশ করা, কোনোভাবেই পশ্চিম পাশে গাড়ি চলাচল বন্ধ না করা, মিছিল নিয়ে সমাবেশস্থলে না আসা, সমাবেশস্থলে আসা কেউ যাতে লাঠিসোটা, রড, দেশীয় অস্ত্র বহন না করে, উসকানিমূলক ও রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য-স্লোগান না দেওয়া এবং সমাবেশস্থলের আশপাশে শুধু মাইকের ব্যবহার।

বিজ্ঞাপন

এর আগে গত ৪ জুলাই নগরীর নাসিমন ভবনের সামনে অথবা জেলা পরিষদ চত্বরে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেন আবুল হাশেম বক্কর। ১৫ দিন পর সমাবেশের ২৪ ঘণ্টা আগে সেই অনুমতি পেয়েছে বিএনপি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রামে প্রথম বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছে বিএনপি, যাতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকার কথা রয়েছে।

সারাবাংলা/আরডি/এনএইচ

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন