বিজ্ঞাপন

একই দিন পৃথিবীর আলো দেখেছেন দুই বিশ্বসেরা

February 5, 2018 | 1:25 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

দুজনই বর্তমান সময়ে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড়। একজন স্প্যানিশ লিগের বড় তারকা, আরেকজন ফরাসি লিগের সুপার স্টার। গ্রহের অন্যতম সেরা ফুটবলার রোনালদো-নেইমারের জন্মদিন আজ। তারা পৃথিবীর আলো দেখেছেন একই দিনে! তাদের বয়সের ব্যবধান সাত বছরের।

আজ ৫ ফেব্রুয়ারি দুজনেরই জন্মদিন। রোনালদো পা দিলেন ৩৩ এ আর নেইমার ২৬ এ।

বিজ্ঞাপন

পর্তুগালের মাদেইরা শহরে ১৯৮৫ সালে জন্ম হয় রোনালদোর। তার বাবা ছিলেন আমেরিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের ভক্ত। তাই মা-বাবা নাম রেখেছিলেন সে সময়কার মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের সঙ্গে মিল রেখে। ছোটবেলায় রোনালদোকে পাড়ার ছেলেরা ক্রাই বেবি নামে ডাকতো, কেননা ফুটবল খেলার সময় তার করা পাস থেকে বন্ধুরা গোল না করতে পারলে তিনি কান্না জুড়ে দিতেন। এছাড়াও তার আরেকটি নাম ছিল লিটল বি।

ফুটবলার হওয়ার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে মাত্র ১২ বছর বয়সে খেলা শুরু করেন স্পোর্টিং দ্য লিসবনে। রোনালদো লিসবনের ক্লাবে ২৮ নাম্বার জার্সি পড়ে খেলতেন। ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর তাকে দেওয়া হয় ডেভিড বেকহামের ৭ নাম্বার জার্সি। তারপর থেকে ক্লাবে তার পরিচিতি হয়ে দাঁড়ায় সিআর ৭। লিওনেল মেসির সঙ্গে সর্বোচ্চ পাঁচটি ব্যালন ডি অর জিতেছেন রোনালদো। ফুটবলের টানে নিজ শহর মাদেইরা থেকে পরিবার-পরিজন ছেড়ে চলে গিয়েছিলেন। ২০০৩ সালে যোগ দেন ইংলিশ প্রিমিয়ারের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। সেখানে ছয় বছর কাটিয়ে ২০০৯ সালে নাম লেখান রিয়াল মাদ্রিদে।

বিজ্ঞাপন

২০০৩ সালে পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ম্যাচের যাত্রা শুরু করেন রোনালদো। তার পরের বছর ২০০৪ সালে তিনি পর্তুগালের অধিনায়কত্ব পান। দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ এবং সর্বোচ্চ গোলদাতা রোনালদো। জাতীয় দলের জার্সিতে ১৪৭ ম্যাচ খেলে গোল করেছেন ৭৯টি। পিছনে ফেলেছেন লুইস ফিগো, নুনো গোমেজ আর রুই কস্টাদের মতো কিংবদন্তিদের।

এদিকে, ২৬তম জন্মদিন উদযাপন করছেন গত বছর ট্রান্সফার ফি’র বিশ্ব রেকর্ড গড়ে বার্সেলোনা অধ্যায়ের ইতি টেনে প্যারিসে পাড়ি জমানো ব্রাজিলিয়ান আইকন নেইমার। মাত্র ৯ বছর বয়সে পেলের স্মৃতিবিজড়িত ক্লাব সান্তোসে নাম লেখান। ২০১৩ মৌসুমে সান্তোসের সঙ্গে গাঁটছড়া ছিন্ন করে যোগ দেন স্বপ্নের ক্লাব বার্সায়। চলতি মৌসুমের শুরুতেই ট্রান্সফার ফির রেকর্ড গড়ে বার্সা থেকে নাম লিখিয়েছেন ফ্রান্সের ক্লাব পিএসজিতে।

বিজ্ঞাপন

প্যারিসের কেন্দ্রে জন্মদিনের গ্র্যান্ড পার্টিতে পরিবার, বন্ধুবান্ধব ও কাছের মানুষদের পাশাপাশি বান্ধবী ব্রুনা মার্কুইজিনকে সঙ্গে নিয়ে সময় অতিবাহিত করেরছেন নেইমার। প্রায় ২০০ অতিথির মধ্যে পিএসজির টিমমেট ও কোচিং স্টাফরাও উপস্থিত ছিলেন।

আর মাত্র ক’দিন পরেই মুখোমুখি হতে যাচ্ছেন রোনালদো ও নেইমার। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে পিএসজিকে আতিথ্য দেবে রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে আগামী বুধবার (১৪ ফেব্রুয়ারি) বহুল প্রতিক্ষীত হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায়। প্যারিসে একই সময়ে কোয়ার্টার ফাইনাল নির্ধারণী ফিরতি পর্বের ম্যাচ ৬ মার্চ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন