বিজ্ঞাপন

শতকের পথে ‘সুপার থার্টি’

July 20, 2019 | 1:43 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক

বেশ লম্বা বিরতির পর মুক্তি পেলো হৃত্বিক রোশনের নতুন ছবি। এটাতো একটা কারণ ছিলোই তার ওপরে আছে ছবির বিষয়বস্তু। ‘সুপার থার্টি’ ছবিটি এমন গল্পের ওপর তৈরি যা দর্শক টানবেই। হচ্ছেও তাই।

বিজ্ঞাপন

আরও পড়ুন :  প্রযোজক শাহরুখের নায়ক হাশমি


ভারতীয় গণিতবিদ আনন্দ কুমারের জীবনী নিয়ে তৈরি ‘সুপার থার্টি’ ভালোই ব্যবসা করছে। বক্স অফিস হিসাব বলছে মুক্তির আট দিনে মাথায় ছবিটির ব্যবসার পরিমান প্রায় ৭৬ কোটি টাকা। দিনপ্রতি গড়ে সাড়ে ৭ কোটি টাকার মতো। অংকের হিসেবে খুব বেশি আহামরি না হলেও ধারণা করা হচ্ছে গল্পের কারণে ছবিটি আরও লম্বা সময় ধরে দর্শকরা দেখবেন।

দর্শক টানার পাশাপাশি সুপার থার্টিতে হৃত্বিকের অভিনয়ও প্রশংসিত হচ্ছে। ইতিমধ্যে ভারতের উপ রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু ছবির পুরো ইউনিটকে আমন্ত্রণ জানিয়ে তাদের সঙ্গে দেখা করেছেন। আনন্দ কুমার যে অঞ্চলের সেই বিহারে ছবিটিকে শুল্কমুক্ত করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ওদিকে সব হিসেব উল্টে দিয়ে এ বছরের সবচেয়ে বড় হিট হতে যাচ্ছে শহীদ কাপুরের ‘কবির সিং’। ছবিটি হাঁটছে ৩০০ কোটির পথে। ‘কবির সিং’ ইতিমধ্যে ২৬৭ কোটি টাকা ব্যবসা করেছে। তার পরপরই আছে সালমান খানের বিগ বাজেটের ছবি ‘ভারত’। ছবিটির ঘরে তুলেছে ২১১ কোটি টাকা।

সারাবাংলা/পিএম


আরও পড়ুন :  শুরু হলো ‘তরুণ নির্মাতার চলচ্চিত্র প্রদর্শনী’


বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন