বিজ্ঞাপন

মালয়েশিয়ার শ্রমবাজার চালু আগস্ট থেকে: মন্ত্রী

July 20, 2019 | 9:44 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: আগামী আগস্ট থেকে বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ। শনিবার (২০ জুলাই) গণমাধ্যকর্মীদের তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

ইমরান আহমদ বলেন, ‘মালয়েশিয়ায় শ্রমবাজার চালু করতে প্রাথমিক ধাপের সব কাজ শেষ হয়েছে। আশা করছি, আগামী আগস্ট থেকে মালয়েশিয়ায় স্থগিত হওয়া শ্রমবাজার নতুন করে চালু হবে।’

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় গত ৭ জুলাই রাতে ঢাকা সফররত মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বিন আব্দুল্লাহ’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের ওইদিন একই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। সে সময় মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বিন আব্দুল্লাহও উপস্থিত ছিলেন।

আব্দুল মোমেন বলেন, ‘সৌহাদ্যপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমাদের শ্রমশক্তির ওপর তাদের আস্থা রয়েছে। তাদের নতুন সরকার গঠিত হয়েছে। ফলে এই খাতটি তারা নুতন করে সাজাচ্ছে। আশা করছি, আগামী আগস্টের মধ্যে মালয়েশিয়ার দুয়ার খুলবে।’

বিজ্ঞাপন

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বিন আব্দুল্লাহ বলেন, ‘বাংলাদেশি জনশক্তি এক অর্থে মালয়েশিয়াকে শক্তিশালী হতে সহায়তা করছে। আমাদের নতুন সরকার জনশক্তি খাতের কর্মীদের যথাযথ বেতনসহ আনুসঙ্গিত নিশ্চিতে কাজ করছে। বিষয়টি আমাদের মানবসম্পদ মন্ত্রী দেখছেন। খুব শিগগিরই এই বিষয়ের সমস্যা কেটে যাবে।’

জানা গেছে, সরকারিভাবে (জি টু জি পদ্ধতি) কর্মী পাঠানোর প্রক্রিয়ায় বাংলাদেশের ১০ প্রতিষ্ঠান দুর্নীতি করায় মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী নিয়োগ গত সেপ্টেম্বর থেকে স্থগিত রয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রৌনক জাহান গত ২৭ জুন সারাবাংলাকে বলেন, ‘মালয়েশিয়ার শ্রম বাজার চালু হতে এখন আর কোনো বাধা নেই। আমরা এখন তাদের (মালয়েশিয়া) ঘোষণার অপেক্ষায় আছি (উই আর ওয়েটিং ফর দেয়ার ডিক্লেরাশন)।’

বিজ্ঞাপন

কবে নাগাদ মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে ঘোষণা আসতে পারে, জানতে চাইলে রৌনক জাহান বলেন, ‘আগামী জুলাই মাসেই মালয়েশিয়া থেকে কর্মী নিয়োগের বিষয়ে ঘোষণা আসবে বলে আমি আশা করছি।’

‘মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ঢাকা’, এমন তথ্য উল্লেখ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রৌনক জাহান সারাবাংলাকে আরও বলেন, ‘আমরা স্বাক্ষর হওয়া সমাঝোতা স্মারক অনুযায়ী (এমওইউ) কাজ করছি। আপনারা জানেন যে, এরই মধ্যে আমরা ডাটাবেইজ (মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সারাদেশের তথ্য ভান্ডার) পাইলটিং করছি। যা অচিরেই দেশের সবগুলো জেলায় শুরু হবে। আমরা চাই যে মালয়েশিয়া ডাটাবেইজ থেকে কর্মী নিক। বাংলাদেশ সরকার চায় প্রতিটি উপজেলা থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে। পাইলটিং শেষে সারাদেশে জরিপ করে যে তথ্য ভান্ডার গড়া হবে, তা খুব কাজে আসবে।’

এর আগে, গত ১১ মে (শনিবার) মালয়েশিয়ায় ছয় দিনের সফর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ। স্থগিত হওয়া শ্রম বাজার উন্মুক্ত করতে এবং ওই দেশের সরকারের সঙ্গে দরকষাকষি করতে প্রতিমন্ত্রী ইমরান আহমদ গত ১৪ মে (মঙ্গলবার) মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী কুলাসেগারন এবং স্বরাষ্ট্রমন্ত্রী হাজী মুহিউদ্দিন বিন হাজি মোহা ইয়াসিনের সঙ্গে বৈঠক করেন। প্রতিমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর বৈঠকে হওয়া সিদ্ধান্ত অনুযায়ী দুই দেশের মধ্যে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকও এরই মধ্যে অনুষ্ঠিত হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানা গেছে, বিগত ১৯৭৬ সাল থেকে চলতি বছর পর্যন্ত মালয়েশিয়ার শ্রম বাজারে মোট ১০ লাখ ৫৬ হাজার ৫৬৬ বাংলাদেশি শ্রমিক কাজ করতে যান। যা বৈদেশিক শ্রম বাজারের ৮ দশমিক ৫৫ শতাংশ।

বিজ্ঞাপন

অন্যদিকে, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ২০৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ মুদ্রার রেমিটেন্স মালয়েশিয়া থেকে পাওয়া গেছে।

সারাবাংলা/জেআইএল/এমআই

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন