বিজ্ঞাপন

তোমরা কি ‘বক দেখিছেও’!

February 5, 2018 | 3:18 pm

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট:

বিজ্ঞাপন

বক কে না দেখেছেন? মহানগরে বড় হওয়া মানুষদের কেউ কেউ হয়তো বক নাও দেখতে পারেন! কিন্তু গ্রামে-মফস্বলে বড় হওয়া সবাই বক চেনেন। শুধু চেনেনই না, বকের সঙ্গে তাদের জীবনে ঘটে থাকে নানা মানবিক-অমানবিক ঘটনা।

তেমনি এক ঘটনা নিয়ে খণ্ড নাটক নির্মাণ করেছেন পরিচালক সাগর জাহান। নাটকের নাম ‘রহম আলী, বক দেখিছেও’। আর এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও অভিনেত্রী তারিন। এরইমধ্যে শেষ হয়েছে নাটকের শুটিং।

অভিনেত্রী তারিন

নাটকটি লিখেছেন নাট্যকার, অভিনেতা বৃন্দাবন দাস। শত নাটক লেখার পর প্রথমবার অন্য কোনো নাট্যকারের লেখা থেকে খণ্ড নাটক নির্মাণ করলেন সাগর জাহান। তিনি বলেন, ‘নাটকের গল্প গ্রামীন প্রেক্ষাপটে। আর এই ক্ষেত্রে বৃন্দাবন দাসের তুলনা নেই। শুধু বিনোদনের জন্য নয়, নাটকে পাওয়া যাবে সামাজিক সচেতনতামূলক বার্তাও।’

বিজ্ঞাপন

এর আগে পরিচালক সাগর জাহান আর চঞ্চল চৌধুরী একসঙ্গে কাজ করেছেন ধারাবাহিক নাটকে। কিন্তু এই নাটকের মাধ্যমে চঞ্চল চৌধুরী প্রথমবার সাগর জাহান পরিচালিত কোনো খণ্ড নাটকে অভিনয় করলেন।

বিশেষ কোনো দিবসে নাটকটি প্রচার হবে দেশের বেসরকারি কোনো চ্যানেলে।

সারাবাংলা/পিএ/পিএম

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন