বিজ্ঞাপন

বগুড়ায় বাড়ছে বাঙ্গালীর পানি, ক্ষতির মুখে ৬৫ হাজার কৃষক

July 23, 2019 | 1:34 pm

ডিস্ট্রক্ট করেসপন্ডেন্ট

বগুড়া: বন্যাকবলিত বগুড়ার তিনটি উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনটে যমুনার পানি কমতে শুরু করলেও বাঙ্গালী নদীর পানি বেড়েই চলেছে। ফলে মঙ্গলবারও (২৩ জুলাই) জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এতে প্রায় তিন উপজেলার ৬৫ হাজার কৃষক ক্ষতির মুখে পড়েছে বলে জেলার কৃষি বিভাগ সূত্র জানিয়েছে।

বিজ্ঞাপন

বগুড়ায় যমুনার পানি গত ২৪ ঘন্টায় ৩০ সেন্টিমিটার কমে বিপৎসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপর দিকে বাঙ্গালী নদীর পানি গত ২৪ ঘন্টায় ১৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৯৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বগুড়া কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, বন্যায় বগুড়ার তিন উপজেলায় ৬৫ হাজার কৃষক ক্ষতির মুখে পড়েছে। বাঙ্গালী নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলে এই তিনটি উপজেলায় ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে।

কৃষি বিভাগ সূত্র আরও জানায়, যমুনার পানি কমতে শুরু করলেও বাঙ্গালী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এ অঞ্চলের জমিগুলোর ফসল ব্যাপক ক্ষতির মুখে পড়ছে। এখন পর্যন্ত এ এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ জমির পরিমাণ প্রায় সোয়া ১২ হাজার হেক্টর। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পাটের। এছাড়াও আউশ, আমনের বীজতলা, কাঁচা মরিচসহ শাক-সবজির জমিগুলোরও ব্যাপক ক্ষতি হয়েছে। বাঙ্গালীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ওইসব এলাকার কৃষকরা চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন