বিজ্ঞাপন

বাগেরহাটে উপজেলা জামায়াতের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৮

July 23, 2019 | 2:26 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বাগেরহাট: বাগেরহাটের রামপালে নাশকতা পরিকল্পনার অভিযোগে উপজেলা জামায়াতের সভাপতি, সাধারণ সম্পাদকসহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (২২ জুলাই) গভীর রাতে রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের কাপাসডাঙা গ্রামের জামায়াত কর্মী আব্দুল ওয়াহেদ শেখের বাড়ির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার নেতা-কর্মীরা হলেন, রামপাল উপজেলা জামায়াত ইসলামীর সভাপতি শেখ নাসের উদ্দীন, সাধারণ সম্পাদক মল্লিক আব্দুল হাই, কর্মী মো. জাহাঙ্গীর মোল্লা, আব্দুল মজিদ শেখ, আব্দুল ওয়াজেদ শেখ, জিহাদ শেখ, আব্দুর রউফ শেখ ও মো. ওসমান। এদের সবার বাড়ি রামপালের বিভিন্ন গ্রামে।

মঙ্গলবার (২৩ জুলাই) সকালে গ্রেফতার আটজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

বাগেরহাটের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল জানান, রামপাল উপজেলা জামায়াতের সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে এলাকায় নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে উপজেলার গৌরম্ভা ইউনিয়নের কাপাসডাঙা গ্রামের জামায়াত কর্মী আব্দুল ওয়াহেদ শেখের বাড়ির সামনে বেশ কয়েকজন বসে গোপন বৈঠক করছে বলে তাদের কাছে খবর আসে। এর ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করেন তারা। এদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে রামপাল থানায় নাশকতা পরিকল্পনার পুরানো মামলাও রয়েছে। আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তবে এ বিষয়ে জামায়াতের বক্তব্য জানতে জেলা জামায়াত নেতাদের ফোন করা হলেও তারা ফোন ধরেননি।

সারাবাংলা/এসএমএন

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
চবি ছাত্রকে মারধরের পর হলের ছাদ থেকে ফেলা চেষ্টার অভিযোগহিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদফতরের ৪ নির্দেশনাঢাকার পয়ঃবর্জ্য-গ্যাস লাইন পরীক্ষায় কমিটি গঠনের নির্দেশরানা প্লাজা ধস: ভুক্তভোগীদের পুনর্বাসন ও মামলা নিষ্পত্তির দাবিগরমে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনা সৃষ্টির প্রতিশ্রুতি ডিএমপিরকল্পনা চাকমা অপহরণ মামলা ২৮ বছর পর খারিজব্যাংক একীভূতকরণের নামে ঋণ খেলাপিদের দায়মুক্তি দেওয়া হচ্ছেন্যাপ বাস্তবায়নের জন্য চাই রাজনৈতিক সদিচ্ছা ও আইনি ভিত্তিকাদেরকে নিয়ে মন্তব্য, যাত্রী কল্যাণের মহাসচিবের বিরুদ্ধে জিডিজাহাজেই ফিরবেন ২৩ নাবিক, চলছে কয়লা খালাস সব খবর...
বিজ্ঞাপন