Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খামারবাড়িতে বোমা, কাজ করছে বোম্ব ডিসপোজাল ইউনিট


২৪ জুলাই ২০১৯ ০১:৩১ | আপডেট: ২৪ জুলাই ২০১৯ ০৪:০৭

ঢাকা: রাজধানীর খামারবাড়িতে রাস্তায় বোমা পাওয়ার খবরে সেখানে কাজ শুরু করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। খামারবাড়ি মোড়ের বঙ্গবন্ধু চত্বরের পাশে পাঁচটি বোমা পাওয়া যায়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম উর রশীদ সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাস্তায় বোমাগুলো পড়েছিল। আমরা পুরো এলাকা কার্ডন করে রেখেছি। আশেপাশের রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে।’

ওসি জানান, খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট এসেছে। তারা সেখানে কাজ শুরু করছেন।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) শেখ নাজমুল আলম সারাবাংলাকে বলেন, রাস্তার পাশে একটি কার্টন পেয়ে সেটি ট্রাফিক পুলিশ খুলে দেখতে পান কার্টনে পাঁচটি বোমা সদৃশ বস্তু রয়েছে। তেজগাঁও থানা পুলিশ এসে আশেপাশের রাস্তা বন্ধ করে দেয়। সেখানে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটও যায়।

তিনি জানান, রোবট দিয়ে পরীক্ষা করে জানা যায় সেখানে পাওয়া পাঁচটি হাতবোমা রয়েছে। একটি নিষ্ক্রিয় করা হয়েছে। বাকিগুলো নিষ্ক্রিয়ের জন্য পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

তবে বোমাগুলো খুব বেশি শক্তিশালী নয়। মাঝারি ধরনের বলেও জানান পুলিশের এই যুগ্ম কমিশনার।

সারাবাংলা/ইএইচটি/ইউজে/একে

খামারবাড়ি বোমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর